Mercurous Dulcis-Homeopathy.
শ্লৈমিক ঝিল্লির বিশেষত চক্ষু ও কর্নের শ্লৈমিক ঝিল্লীর প্রতিশ্যায় জর্নিত পীড়া। বহুদিন ধরিয়া কান হইতে পুঁজ পড়িয়া পড়িয়া বধিরতা আসিলে এই ঔষধে (ক্যালোমেল) উপকার সম্ভাবনা।
মুখে অত্যন্ত বিশ্রী দূর্গন্ধ, জিহ্বা কালবর্ণ সময়ে সময়ে লালাও কালবর্ণ। দূর্গন্ধ লালা ঝরা, মাড়িতে ও গলায় ঘা।
চর্মে এক প্রকার তামার রঙের মত উদ্ভেদ বাহির হয়,চুলকায়।
বালক-বালিকাদিগের অতিসার, ঘাসের ন্যায় সবুজবর্ণ ও খন্ডিত অন্ডের ন্যায় মল, মলদ্বারে খতের উৎপত্তি।
-রোগীর আরোগ্য সাধন এবং তাহার স্বাস্থ্যের পূনরুদ্ধার করাই হোমিওপ্যাথিষ্টের উদ্দেশ্য।
তথ্যসূত্র-[azadqn@gmail.com]