কিসমত একটি জায়গার নাম যা আটোয়ারী থানা/উপজেলায় অবস্থিত। সুন্দর একটি রেলওয়ে স্টেশন আছে এখানে জায়গার নামে কিসমত রেলওয়ে স্টেশন। স্টেশনের কাছেই রসেয়া পায়ে হেঁটেই যাওয়া যায় সুন্দর ছিমছাম পরিবেশ। অনেক পুরাতন একটি উঁচু মসজিদ রয়েছে এখানে মসজিদ সংলগ্ন গোরস্থান। প্রতিটি কবর সুন্দর করে ইটে বাঁধানো গোরস্থানের। সাথে একটি পুকুরও আছে। মসজিদের সামনে নতুন পুরাতন কিছু ভবন রয়েছে।
বাংলাদেশের রংপুর বিভাগের সর্বোউত্তরের হিমালয় পাদদেশে পুরাতন একটি মহকুমা বর্তমানে জেলা শহর পঞ্চগড় এর পুর্ব জেলা জলপাইগুড়ি দেশ বিভাগের আগে এবং স্বাধীনতা যুদ্ধের পর রাজশাহী বিভাগের দিনাজপুর জেলার অন্তর্গত ছিল।
পঞ্চগড় জেলা প্রতিষ্ঠা লাভ করে ০১ ফেব্রুয়ারী ১৯৮৪। আয়তন ১৪০৪.৬২ বর্গ কিলোমিটার। পাঁচ টি উপজেলা,৪৩টি ইউনিয়ন ও ৮২৫ টি গ্রাম নিয়ে।
এ জেলায় হিমালয়ের কারণে অসংখ্য ছোট-বড় নদী করতোয়া,তালমা, ডাহুক,পাথরাজ, বুড়িতিস্তা, মহানন্দা নদী আছে যা বাংলাদেশের খুব কম জেলাতেই চোখে পড়ে।
পঞ্চগড়ে ছিটমহলও ছিল অনেক যা কিছুদিন আগে ভারতের সঙ্গে বিনিময় হয়।
পঞ্চগড সদর,আটোয়ারী,বোদা,দেবিগঞ্জ ও তেঁতুলিয়া এই পাঁচটি উপজেলা নিয়ে পঞ্চগড় জেলা।
Actor Abdur Rahaman.পঞ্চগড সদর,আটোয়ারী,বোদা,দেবিগঞ্জ ও তেঁতুলিয়া এই পাঁচটি উপজেলা নিয়ে পঞ্চগড় জেলা।
[Bangla,Urdu & Pashtu]
জন্ম ২৭ ফেব্রুয়ারী মৃত্যু ১৮ জুলাই ২০০৫
Village-Kismot Roseya,Atwari Upazila, Panchagarh District
[Bangal Presidency British India]
Bangladesh.
অভিনিত বাংলা ছবি সমুহ- এদেশ তোমার আমার, রাজধানীর বুকে, হারানো দিন, যে নদী মরু পথে,এই তো জীবন, নতুন দিগন্ত, জোয়ার ভাটা, দেবদাস।
Urdu- Chanda, Talash, Indhon, Dorson, Jaha Baje Shanai, Gouri, Payasa, kongkon, Dosti, Nadan, etc.
আমার দাদা রাধানগর, কিসমত রসেয়া অঞ্চলে দীর্ঘদিন ছিলেন আমার বাবাও যেতেন আমিও যাই আবদার ভাই আমার ভগ্নিপতি খলিল ভাইও খুব ভালো মানুষ।
আমার দাদা রাধানগর, কিসমত রসেয়া অঞ্চলে দীর্ঘদিন ছিলেন আমার বাবাও যেতেন আমিও যাই আবদার ভাই আমার ভগ্নিপতি খলিল ভাইও খুব ভালো মানুষ।
অভিনয়- নাট্য প্রদর্শন, নাটকের কোনো অংশ অবলম্বনে নাট্যকলা প্রদর্শন, অনুকরণ, কৃত্রিম ভাবে প্রকাশ বা ভান।
অভিনেতা- অভিনয়কারী।
নায়ক- ছায়াছবি অথবা গ্রন্থের বর্ণনীয় প্রধান চরিত্র।
নায়িকা- নায়ক সম্বন্ধীয়।
SRK
SK
অভিনেতা- অভিনয়কারী।
নায়ক- ছায়াছবি অথবা গ্রন্থের বর্ণনীয় প্রধান চরিত্র।
নায়িকা- নায়ক সম্বন্ধীয়।
SRK
SK
অনন্ত জলিল, সাকিব, রিয়াজ-পপি.মৌসুমী,
এটা সত্য আমার অদ্ভুত ভাগ্য কলেজের বারান্দায় দাঁড়িয়ে ছিলাম কিছু ছেলে দেখছি আড্ডা দিচ্ছে একটা ছেলেকে দেখে খুব পরিচিত মনে হলো কাছে গেলাম কথা বললাম জানলাম সে আমার ভাই হয় অদ্ভুত দুই জনে হাসতেছি ছাত্র ইউনিয়নের নির্বাচন ঘুরে বেড়ানো সাচ্ছন্দ্য চলাফেরায় আগে পরে আমার চাকরি ব্যস্ততা তারপর একদিন শুনি সে নেই মাঝে মধ্যেই চোখ দিয়ে পানি পড়ে তাকিয়ে থাকি আমিই একটু বড় তখনি মনটা একটু কেপেছিল আতিকুর,, ইনশাআল্লাহ।
এটা সত্য আমার অদ্ভুত ভাগ্য কলেজের বারান্দায় দাঁড়িয়ে ছিলাম কিছু ছেলে দেখছি আড্ডা দিচ্ছে একটা ছেলেকে দেখে খুব পরিচিত মনে হলো কাছে গেলাম কথা বললাম জানলাম সে আমার ভাই হয় অদ্ভুত দুই জনে হাসতেছি ছাত্র ইউনিয়নের নির্বাচন ঘুরে বেড়ানো সাচ্ছন্দ্য চলাফেরায় আগে পরে আমার চাকরি ব্যস্ততা তারপর একদিন শুনি সে নেই মাঝে মধ্যেই চোখ দিয়ে পানি পড়ে তাকিয়ে থাকি আমিই একটু বড় তখনি মনটা একটু কেপেছিল আতিকুর,, ইনশাআল্লাহ।
দূর্বল না কখনো কখনো হাঁটতে হাঁটতে চোখে তাঁরা দেখা যায় কফি খেলে ঠিক হয়ে যায় ঘটনা এখানেও খেতে হয় না খেলে হাগা বন্ধ হয়ে যায় আর বেশী খাইলে ঘুম হয়না তখন মাদকতা তাকিয়ে থাকা, চালিয়ে যেতে হয় আলো রঙিন ,,। চলমান জীবনে মানুষ কতরকম কথা বলে যারা শুনে বিচক্ষণতায় তাঁরা ও নিজেদের মতামত জুড়ে দেয়
তথ্য সূত্র-[azadqn@gmail.com]