বাংলাদেশের রংপুর বিভাগের সর্বোউত্তরের হিমালয় পাদদেশে পুরাতন একটি মহকুমা বর্তমানে জেলা শহর পঞ্চগড় এর পুর্ব জেলা জলপাইগুড়ি দেশ বিভাগের আগে এবং স্বাধীনতা যুদ্ধের পর রাজশাহী বিভাগের দিনাজপুর জেলার অন্তর্গত ছিল।
পঞ্চগড় জেলা প্রতিষ্ঠা লাভ করে ০১ ফেব্রুয়ারী ১৯৮৪। আয়তন ১৪০৪.৬২ বর্গ কিলোমিটার। পাঁচ টি উপজেলা,৪৩টি ইউনিয়ন ও ৮২৫ টি গ্রাম নিয়ে।
এ জেলায় হিমালয়ের কারণে অসংখ্য ছোট-বড় নদী করতোয়া,তালমা, ডাহুক,পাথরাজ, বুড়িতিস্তা, মহানন্দা নদী আছে যা বাংলাদেশের খুব কম জেলাতেই চোখে পড়ে।
পঞ্চগড়ে ছিটমহলও ছিল অনেক যা কিছুদিন আগে ভারতের সঙ্গে বিনিময় হয়।
দধিঘাটা- অচিহ্নিত সীমান্ত।
জনসংখ্যা ১০২৬১৪১(পআ,২০১১)বৃদ্ধির হার ১.৬৫ অনুপাত ১০১ ঘনত্ব ৭০৩ স্বাক্ষরতার হার ৫১.৮% বর্তমানে পুরুষের তুলনায় মহিলা ভোটারের সংখ্যা বেশি।
পঞ্চগড়ের ইউনিয়ন সমুহ-
পঞ্চগড় সদর-১০টি,
(পঞ্চগড়,ধাক্কামাড়া,হাফিজাবাদ, অমরখানা,কামাত কজলদিঘী,চাকলাহাট, সাতমেরা, হাড়িভাসা, মাগুরা,
গড়িনাবাড়ী)।
তেঁতুলিয়া উপজেলা-০৭টি,
(তেঁতুলিয়া, দেবনগর, বুড়াবুড়ী, ভজনপুর, শালবাহান,তেঁতুলিয়া উপজেলা-০৭টি,
তিরনই হাট, বাংলাবান্ধা)।
আটোয়ারী উপজেলা-০৬টি,
(মির্জাপুর,তড়েয়া,আলোয়া খোয়া, রাধানগর,বলরাম পুর,ধামোড়)।
দেবীগঞ্জ উপজেলা-১০টি,
(দেবীগঞ্জ, সোনাহার, দন্ডপাল, শালডাঙ্গা, চিলাহাটি, সুন্দরদিঘী, টেপ্রীগণ্জ,দেবীডুবা,পামুলী,চেংঠিহাজরা ডাঙ্গা)।
বোদা উপজেলা-১০টি,
(বোদা,বেংহাড়ী,ময়দান দিঘী,ঝলই শালশিড়ী,সাকোয়া, পাঁচ পীর,কাজল দিঘী কালিয়াগন্জ,মাড়েয়া,বড়শশী, চন্দন বাড়ী)।পঞ্চগড় রংপুর বিভাগের ক্ষুদ্রতম জেলা।
রংপুর বিভাগ পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী ও রংপুর জেলা এই আটটি জেলা ও ৫৮টি উপজেলা ১৬১৮৫ বর্গ কিলোমিটার নিয়ে ০১ জুন ২০১০ সালে গঠিত হয়।
পন্চগড় অঞ্চলের ভাষা ছিটকিনি