Mercurous Corrosivus.
পুরুষের উপদংশজ রোগ, খাইয়া যায় এরুপ বিদাহী পূয-বিশিষ্ঠ ক্ষত, ব্রাইট ডিজিজ।
অন্ত্র-প্রনালীর রক্তাতিসার ও গ্রীস্মকালীয় অতিসার,মে হইতে নভেম্বর মাস পর্যন্ত উহার উপস্থিতি।
কুন্থন-সরলান্তের কুন্থন,মল ত্যাগে উহার অনিবৃত্তি,অবিরত ও ক্রমাগত কুন্থন,স্বপ্ল রক্তাক্ত শেওলা শেওলা,দূর্গন্ধ,তপ্ত মল,শ্লৈষ্মিল ঝিল্লির খন্ডপাত এবং ভয়ংকর কর্ত্তনবৎ উদর-বেদনা। It's lead's all other remedies for tenesmus of rectum.সকল ঔষধ অপেক্ষা রেক্টমের কোথে মার্কিউরিয়স করোসাইভ শ্রেষ্ঠ।
মুত্রাশয়ের কুন্থন,তৎসহ মুত্রমার্গের তীব্র জ্বালা,তপ্ত,জ্বালাকর,স্বল্প বা বিলুপ্ত মুত্র, অতিশয় যাতনা সহকারে বিন্দু বিন্দু মুত্র পাত, রক্তাক্ত,কর্পিশ ও ইষ্টক চূর্ণের ন্যায় অধপতিত পদার্থ,সান্গুলাল মুত্র।তথ্যসূত্র-[azadqn@gmail.com]