RH

৩১ আগস্ট ২০২১

অনূদান

নিজের সামর্থ্য অনুযায়ী দান। যোগ্যতা অনুযায়ী দান,বৃত্তি,ভাতা বা সহায়তা করা। সামর্থ্য বলতে উপযুক্ততাও আর সাহায্য সহায়তা বলতে আনুকূল্য, মদদ ও কাজে সাহায্য করা। প্রয়োজনের অতিরিক্ত যা তা অন্যকে দেওয়া। টাকা দিয়ে সাহায্য করা যা সবার সামর্থ্য হয় না তখন তা বুদ্ধি ও পরামর্শে যায় এবং তা সব মানুষে পায়। মজুর  ধনবানকে সাহায্য করে মজুরি নিয়ে- বিনিময়। নিঃস্বার্থ ভাবে কোন কিছুই হয়না দশ টাকা সাহায্য করে রাতে ঘুমের মধ্যে মুচকি হেসে ঘুমিয়ে পড়েন- শান্তি'বিনিময়। হুক্কা- নদীর তীরে বসে সতেজ বাতাস নিয়ে নিজেকে সতেজ করে পানি খেয়ে বিনিময়ে খালি বোতল নদীতে ছুড়লেন ফোঁটা' উপরে নাব্যতা হারালো- ক্ষতি'প্রকৃতি, বিনিময়ে অনূদান প্রাপ্য। ভ্রমণে মনের আনন্দে গাড়ী চালিয়ে সবুজে থমকে শরীরের অপ্রয়োজনীয় ব্রজ্য ত্যাগের মরু ওটায় দূষিত বায়ুতে দূষিত পরিবেশে আপনার আগমন প্রাণীর খাদ্যে ডিম্বে পরিত্রাণ প্রাপ্তি- ঔষধে,বিনিময়ে অনুদান।
মানুষ'প্রাণী, প্রকৃতি পরিবেশে সামর্থ্য অনুযায়ী অনুদানের যোগ্য কে?
প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করিতে হয়। আউলিয়ারা মরে না। ঘুমকে বলা হয় অর্ধ মৃত। মৃত্যুর পর দাফন কার্যে ওকে কাঠের ছাউনি বিছিনোর জন্য নিজের প্রয়োজনে পরিচিত জনদের অনূদান।
সাহায্য বা অনূদান নিজে বা অন্যকে দিয়েও করা যায় এতে দু-জনেরই সওয়াব হয়। পয়সা ইনকাম করা সহজ কাজ নদীতে নেমে বালু বা পাথর উত্তোলন করলেই পয়সা কঠিন কাজ হচ্ছে বিদ্যা অন্বেষণ বুদ্ধির কাজে প্রয়োজনীয় জ্বালানী সরবরাহ করা না হলে শরীর খারাপ হয় কম্পিউটার এর আলো চোখে পড়ে মস্তিষ্ক উত্তেজিত হয়। শিশুরা মোবাইলে আসক্ত সচেতনতায় অনুদান প্রাপ্তি।
অস্বিকার করার উপায় কি, বাঁশ দ্রুত বর্ধিত বৃক্ষ প্রতি মিনিটে বাড়ে তারপর থেমে যায় বৃষ্টিতে ভিজে, শুকোয় কাজে বৃবহৃত হয় অথবা মাটিতে মিশে কাজে বৃবহৃত হলে অনেক দিন থাকে-সিজন।
প্রকৃয়ায় রক্ষায়- অনুদান বা বিনিময়।


আদায়ে ২৫% আদায়কারী পায় ৭৫% সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যায় অনুদানে বৃত্তি শিক্ষার্থী, ভাতা শ্রমের বিনিময়ে খায়,,, 
 চায়, অনেকেই চায় আমাদের এখনকার কথায় গেলে জানাতে হয় কনস্ট্রাকশন ফার্ম ছিলো অনেক শ্রমিক কাজ করতো কখনও দেওয়া হয় কখনো তাকিয়ে থাকতে হয় যখন দেওয়া হয় তখন বলা হয়-
এইটা তোমার জন্য,
এটা তার জন্য, 
অনলাইন ব্লক চেইন ওয়ালেট এ লেনদেনের সব তথ্যই থাকে তাকিয়ে থাকায় মনের কথা কয়জনেই শুনে-প্যাচাল।
করোনায় শিক্ষাটা ভালোই হলো কিছু মানুষ আর্থিক সহায়তা চাইলো পরামর্শ পেলো টাকাই চাই এখন উপায় নাই, নাই বেশ কয়েকজন নাই।
গর্ভ-




বিবিধ পেশায় মানুষ প্রার্থনাকারী বিবেচনায় নাম পিতা- মাতাও উল্লেখ্য।