RH

২৮ ডিসেম্বর ২০১৮

ঘ্রাণে চিকিৎসা পদ্ধতি।

Smelling,a mathods of homeopathic treatment.



এখানে দেখুন- bit.ly/2YyNZYL

ঔষধ প্রয়োগের প্রক্রিয়া-
(০১) মুখে সেবনে প্রয়োগ।
(০২) নাক বা মুখ দ্বারা ঘ্রাণে প্রয়োগ।
(০৩) ঔষধ সেবনের সাথে অঙ্গ মর্দন।
(০৪) আভ্যন্তরীণ ও বাহ্যিক প্রয়োগ।
(০৫) শিশুকে ঔষধ প্রয়োগ না করে স্তনদাত্রী মাতার মাধ্যমে প্রয়োগ।

এখানে দেখুন- bit.ly/2LU0xDV

Smelling/ ঘ্রান আমরা সবাই পাই কখনোবা নেই যেমন ফুলের গন্ধ। ভালো লাগে ফুলের গন্ধ কিন্তু ফুলের গন্ধ নেওয়ার ও কিছু নিয়ম আছে আগে দেখতে হয় ফুলের মধ্যে ক্ষতিকর কিছু আছে কিনা,থাকেই তো পোকা,ধুলো আরও কত কি তাই সাবধান তবে ফুলের গন্ধ উপকারী দেহ ও মন সতেজ করে।

এখানে দেখুন- bit.ly/2Zmx6xF

Samuel Hahnemann [248] ঘ্রাণে ঔষধের ক্রিয়া অত্যন্ত দ্রুত প্রকাশিত হয় রোগী দ্রুত আরোগ্য লাভ করে। বৃদ্ধির সম্ভাবনা সেবনে প্রয়োগ অপেক্ষা কম এবং প্রয়োগ ঝামেলা কম। ঘ্রাণ মাত্র এক সেকেন্ড। রোগীভেদে এম/১ ঔষধের একটি মাত্র ঘ্রাণে আরোগ্য।

এখানে দেখুন- bit.ly/2MsXsuh

তথ্যসূত্র- [azadqn@gmail.com]

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন