ফুলের দেশ বাংলাদেশ। বিভিন্ন রঙের ও নানান রকমের ফুল দেখা যায় বাংলাদেশের সর্বত্র সারা বছর জুড়ে ফুল জন্মে। কিছু ফুলের গন্ধ আছে কিছু ফুলের গন্ধ নেই সাদা রঙের ফুলের গন্ধ বেশী আর গোলাপ সবারই পছন্দ আর বাংলাদেশের কৃষকের মাঠের সর্ষে ফুল সবাইকে কাছে টানে।
বাংলাদেশের জাতীয় ফুল Water Lily- এটি পানিতে জন্মে,পানির নিচে কাদা মাটিতে। এদেশে ৮-১০ রকমের শাপলা ফুল ফোটে। শাপলার শালুক সুস্বাদু খাবার, শাপলা ঔষধি গুণসম্পন্ন। ফুলের সৌন্দর্য ও মিষ্টি গন্ধ দেহ ও প্রাণ সতেজ করে তোলে।
বাংলাদেশের জাতীয় ফুল Water Lily- এটি পানিতে জন্মে,পানির নিচে কাদা মাটিতে। এদেশে ৮-১০ রকমের শাপলা ফুল ফোটে। শাপলার শালুক সুস্বাদু খাবার, শাপলা ঔষধি গুণসম্পন্ন। ফুলের সৌন্দর্য ও মিষ্টি গন্ধ দেহ ও প্রাণ সতেজ করে তোলে।
রজনী গন্ধা,
গন্ধরাজ,
কামিনী,
হাসনাহেনা,
হিজল,
কদম,
নাগলিঙ্গম,
শিমুল,
চম্পা,
পলাশ,
কৃষ্ণচূড়া,
রাধাচূড়া,
জারুল,
আকন্দ,
মান্দার,
মাধুরী লতা,
মালতি লতা,
মাধবি,
কামরাঙা,
ধইঞ্চা,
দুলফি,
দন্ডকলস,
সফেদা,
সোনালু,
গোলাপ জাম,
পেঁপে,
কলা,
পানিকুলা,
কাশফুল,
ঘাসফুল,
ঝুমকো জবা,
ডালিয়া,
সেগুন,
কাঁঠাল চাপা,
কাঠ মালতি,
ফনি মনসা,
বট,
ডুমুর,
ওলট কম্বল,
কলমি লতা,
তুলসী,
বকুল,নয়ন তারা নাম না জানা আরও অনেক ফুল নজর কাড়ে,,,,,।
ফুল গাছ ও বিভিন্ন ধরণের তারা গাছ বিক্রেতা সজীব নার্সারি থেকে ছবিটি তোলা। |
চিত্র-
প্রাপ্তি স্থান- কিছু ফুলের বীজ বীজের দোকানে আর কিছু চারা গাছ দেশের বিভিন্ন নার্সারিতে পাওয়া যায় কিছু মূল থেকে আবার কিছু ডাল ও পাতা থেকেও জন্মে।
যে কোন চারা গাছের জন্য- ০১৭১৬০০৭৭২২
তথ্যসূত্র-[azadqn@gmail.com]