RH

১৪ ডিসেম্বর ২০১৮

দোয়েল পাখি।

দোয়েল বাংলাদেশের জাতীয় পাখি। মিষ্টি সুরের গানের পাখি দোয়েল বাংলাদেশের সর্বত্রই দেখা যায়। বিশেষত কৃষকের বাড়ির উঠান বাগানে,গোয়ালঘরের আশেপাশে দোয়েল পাখি বেশি দেখা যায়।বাংলাদেশের বাইরে ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দ্রোচীন প্রভৃতি দেশেও দেখা যায়।দোয়েল দেখতে Pied Myna[Sturnus Contra]গো-শালিক এর মতো তবে আকারে একটু ছোট সাদা-কালো সুন্দর রং সবাইকে আকর্ষণ করে এটি পৃথিবী বিখ্যাত গাইয়ে পাখিদের মধ্যে অন্যতম।
আমার বাসার আমগাছে এটি বাসা বেঁধেছিল ভোরে এরা উঠে ফজরের আযানের সময় রাতের শেষ প্রহরে, দুপুর ও বিকেলে এরা মিষ্টি সুরে গান করে পুরুষ পাখিটিই গান করে মেয়ে পাখিটি গান গাইতে পারে না পুরুষ পাখিটি আকারে মেয়ে পাখিটির চেয়ে একটু বড় ও সুন্দর। সন্ধ্যার আগেই দোয়েল ঘরে ফিরে নিজেদের সুবিধা মতো এরা মানুষের কাছাকাছি স্থানে ঘর বানায় অন্য পাখি যা খায় এরাও তাই খেয়ে এপ্রিল থেকে জুলাই পর্যন্ত প্রজননের সময়ে হালকা নীল, লালচে ও সবুজে মিশানো রঙের ৩-৫টি ডিম পাড়ে তা দিয়ে ও সংখ্যা বৃদ্ধি করে আমাদের গান শুনিয়ে জাগিয়ে তুলছে,,,,,।
Magpie Robin.
পাখি
দোয়েল পাখি।
Magpie-Robin[Copsychuns Saularis]
তথ্য সুত্র-[azadqn@gmail.com]

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন