Sulcus-গর্ত, যাহা শরীতত্বে সাধারণ সুত্র হিসাবে কোনরুপ চাপের বেলায় বিশেষ করে কুন্ডলীর বিচ্ছিন্ন কারক মস্তিষ্কের সম্মুখাংশের সম্পর্কে বলা হয়।
Gyrus- উর্মিকা, মস্তিষ্ক বঙ্কলের শ্বেত মেরুমজ্জা আবরণের বহু ভাঁজের অন্যতম একটি,যাহা বিদারণ দ্বারা বিচ্ছিন্ন হয়।
Fissure- বিদারণ।
Pole- কেন্দ্র, যাহা একটি গোলাবর্তের অক্ষ রেখাকার দুই প্রান্তের যে কোন একটি যেমন একটি ভ্রুনীয় উপবৃত্ত অথবা একটি শরীরঙ্গের প্রান্ত।