RH

২০ জুলাই ২০১৯

আকিকা ও কোরবানি।

শিশুর জন্মের পর সপ্তম দিবসে নামকরণ ও কেশ মুন্ডন উপলক্ষে পশু কোরবানির নাম।
ইসলামী বিধান অনুযায়ী সেদিন নবজাতকের নাম রাখা, চুল কাটা ও পশু কোরবানি দেওয়া সুন্নত। সপ্তম দিনে আকিকা করা না হইলে শিশু বয়স্ক হইলে নিজেও তাহা করিতে পারে।
আকিকার পশুর গোশত তিন ভাগের,
এক ভাগ গরীব ও দুস্থদের মধ্যে এক ভাগ আত্মীয়-স্বজনদের মধ্যে বিতরিত হয় এবং এক ভাগ সন্তানদের পিতা মাতা ও নিকট আত্মীয় গ্রহণ করেন।
শিশুর কর্তিত কেশ কেও আকিকা বলে। শারীআতে এই চুলের ওজনের সমান রৌপ্য দান করিতে নির্দেশ দেওয়া হইয়াছে।
মহানবী(স)আকীকাতে বালকদের জন্য দুইটি সমবয়সী এবং বালিকার জন্য একটি মেষ বা ছাগল কোরবানির নির্দেশ দিয়াছেন।
ছাগল,ভেড়া, দুম্বা বয়স পূর্ণ এক বৎসর।
গরু,মহিষ দুই বৎসর।
উট পাঁচ বৎসর পূর্ণ হইতে হইবে।
হযরত হাসান ও হোসেন এর আকিকা সম্পর্কে রসুলুল্লাহ(স)এই মর্মে সংবাদ প্রেরণ করেন যে,ধাত্রীর নিকট বকরীর একটি পাও পাঠাইয়া দাও, উহার গোশত নিজেরা খাও, অন্যদেরকে খাওয়াও, তবে উহার হাড় টুকরা টুকরা করিওনা।
আকিকা আরব মরুভূমির সর্বাধিক অনুষ্ঠিত উৎসব সমুহের অন্যতম।
তথ্যসূত্র- ইসলামী বিশ্বকোষ, প্রথম খন্ড, পৃষ্ঠা-১৬৫, ইসলামী ফাউন্ডেশন, বাংলাদেশ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন