RH

২৭ জুলাই ২০১৯

ঈদে ক্রয়-বিক্রয় ও করণীয়।

কোরবানির ঈদ,
ঈদ-উল আযহা।

জিলহজ্জ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কোরবানির ঈদে ক্রয় বলতে কোরবানির জন্য উট,মহিষ, দুম্বা,গরু, ছাগল, ভেড়া এসব প্রাণীর মধ্যে নিজের সামর্থ্য অনুযায়ী এক বা একাধিক প্রাণী ক্রয়। 
ক্রয় পরবর্তীতে ক্রয় কৃত কোরবানির মহিষ,গরু, ছাগল,ভেড়া বাড়িতে নিয়ে আসার পর তা রাখার জায়গা, খাওয়ার ব্যবস্থা, গোছলের ব্যবস্থা ইত্যাদিতে যত্নবান হওয়া বিশেষ জরুরী। কোরবানির প্রাণী সুস্থ ও সবল দেখে ক্রয় করা ভালো।

এখানে দেখুন- bit.ly/2OlUTMW

দুম্বা- ছয়মাস বয়স।
ছাগল ও ভেড়া- এক বৎসর।
গরু ও মহিষ- দুই বৎসর।
উট- পাঁচ বৎসর বয়সের।

এখানে দেখুন-bit.ly/2ZgeNtN

কুরবানীর উট, মহিষ,গরু, দুম্বা, ছাগল, ভেড়া নিজে কুরবানী করা উত্তম। নিজে না পাড়লে মৌলানা হুজুর কে বলে রাখা।
কুরবানীর পর চামড়া ছেলা ও গোস্ত কাটার জন্য কসাই ও সহযোগীদের বলে রাখা।
কোরবানির গোশত কাটার জন্য বাড়ির সরঞ্জামাদি শাণদিয়ে রাখা,পলেথিন কেনা, বাঁশের ঢ়াকি,চাটাই ও হাড় টুকরা টুকরা করার জন্য কাঠের গুঁড়ি সংগ্রহ করে রাখা।

কাটা গোশত বিতরণের জন্য ব্যাগ ও প্যাকেটের ব্যবস্থা করা।
গোশত তিন ভাগ করে,
একভাগ- গরীব, এতিম ও দুস্থদের জন্য।
একভাগ- পাড়া প্রতিবেশী ও আত্মীয়স্বজনের জন্য।
একভাগ- নিজের জন্য।
কোরবানির ঈদের নামাজের জন্য জায়নামাজ পরিস্কার করে ধুয়ে রাখা প্রয়োজনে নতুন জায়নামাজ ও পরিবারের সদস্যদের জন্য নতুন পোশাক-পরিচ্ছদ ক্রয় করা।

আতর, সুরমা,সুগন্ধি ব্যবহার করা।
তাকবীর বলা, তাকবীর বলতে বলতে ঈদের মাঠে এক রাস্তা দিয়ে যাওয়া ও তাকবীর বলতে বলতে সালাত শেষে অন্য রাস্তা দিয়ে আসা।
কোরবানির ঈদের নামাজের খুৎবা শোনা ও দান করা।
পরিবারের মৃত ব্যক্তির জন্য দোয়া করা।
ঈদের নামাজের পর কোরবানি করে বাসায় এসে নাস্তা করা।
কোরবানির গরু-ছাগলের চামড়া বিক্রির টাকা গরীব-দুস্থদের দান করা।

এখানে দেখুন- bit.ly/2JYnOTn

কোরবানির ঈদে বিক্রয়-


অনেক মানুষ আছেন যারা নিজ গৃহপালিত প্রাণী কোরবানির ঈদে বিক্রয়ের জন্য পালন করেন। গৃহপালিত প্রাণীর যত্ন নেন সময় দেন, অর্থ ব্যয় করেন। তারা নিজেদের গৃহপালিত প্রাণীর ক্রেতাদের আকর্ষণের জন্য প্রাণীটিকে পরিচ্ছন্ন রাখুন স্বাভাবিক খাবার খাওয়ান এবং ঈদের আগে হাটে, বাজারে বিক্রির জন্য প্রদর্শন করুন। নিজেই বিক্রি করুন।


এখানে দেখুন- bit.ly/2JV5quu

রোজার ঈদ,
রমজান মাস ফজিলতের মাস।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন