জানতে হয় জানাতে হয়। স্বপ্ন দেখে ভীত হলে নিদৃত অবস্থার পাশফিরে থুতু ফেলতে হয় এবং সকালে উঠে কিছু সময় নিয়ে চিন্তা ভাবনা করে মুরুব্বিদের জানাতে হয়। মুরুব্বিগণ যদি বিবেচনা করে অন্যদের জানাতে নিষেধ করেন তবে জানাতে নেই। ঘুমানোর আগে কিছু সুরা ও দোয়া পাঠ করলে ঘুম সুন্দর ও শরীর স্বাস্থ্য ভালো থাকে।
স্বপ্ন- সুপ্ত বা নিদৃত অবস্থায় কোন বিষয়ের প্রত্যক্ষ অনুভব।
-নিদৃত অবস্থায় মনের ক্রিয়া বা অনুভুত বিষয়।স্বপ্ন- সুপ্ত বা নিদৃত অবস্থায় কোন বিষয়ের প্রত্যক্ষ অনুভব।
-ভবিষ্যৎ সম্পর্কে কল্পনা।
-স্বপ্নাদেশ- স্বপ্নে প্রাপ্ত।
আমি দর্শনের ছাত্র দর্শন নিয়ে লেখা-পড়া করেছি পড়তে হয়েছে মনোবিজ্ঞান নিয়ে।
স্বপ্ন সবাই দেখে আমিও দেখি। এক বৃষ্টির রাতে স্বপ্নে দেখলাম আমাদের বাড়ির খলার কডবেল গাছের গোড়ায় একটা পাথর চকচক করে তারার মতো জ্বলছে, ঘুম থেকে উঠে আমি গাছের গোড়ায় দেখি সত্যিই একটা গোল সাদা-কালো পাথর উজ্জ্বল করছে। বৃষ্টিতে ভিজে যে কোনো পাথরই ধুয়ে স্বচ্ছ হয়ে যায়। অনেক দিন সেই পাথর আংটি বানিয়ে হাতে পড়ে বেড়িয়েছি। বারো বছর প্রায় তারপর একদিন 🔨 হাতুড়ির আঘাতে ভেঙে যায়।
জ্ঞানী।
হালাল উপার্জন।
সংযমী।
সুস্বাস্থ্য।
পবিত্র অবস্থায় শয়ন এবং আল্লাহর স্মরণ।
যাদের মধ্যে এসব গুণ থাকে তাদের স্বপ্ন সত্যি হয়ে থাকে।
মোমীন ব্যক্তি গণ স্বপ্নের সাহায্যে তাদের ভালো-মন্দ জ্ঞাত হন।
রুইয়াতে সাদেকাহ যা মহান আল্লাহর পক্ষ হতে সুসংবাদ।
হাদীসুন-নাফস/মনের সংলাপ, মানুষ যা চিন্তা ভাবনা করে স্বপ্নে তারই রুপায়ন দেখে।
তাসাবিলুস শাইতান- শয়তানের বিভ্রান্তি।
রুইয়াতে সলেহাহ- সত্য স্বপ্ন। খোদায়ী ইশারা যা বান্দার মস্তিষ্কে ঢেলে দেন। সত্য স্বপ্ন দুই প্রকার-
এক- স্বচ্ছ যার কোন ব্যাখ্যার প্রয়োজন হয় না।
দুই- অস্বচ্ছ পরিস্কারনয় এতে ভবিষ্যতের সংবাদ রয়েছে।
ভালো স্বপ্ন দেখলে মনটা সত্যি ভালো হয়ে যায় ফূর্তি অনুভূত হয় তবে সাবধান থাকতে হয়
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন