মাটি-ভূমি,মৃত্তিকা,ভূ-মন্ডল এবং আদম সন্তান-ই মানুষ। ভূ-দ্বারা পৃথিবী এবং গোল-দ্বারা গোলাকার অর্থে 'পৃথিবী গোলাকার'।
Physical Geography-
Physical Geography-
a)Geomorphology.
b)Climatology.
c)Oceanography.
কোন বিস্তীর্ণ প্রান্তরে বা সমুদ্র বক্ষে থেকে চারিদিকে দৃষ্টি দিলে মনে হবে যে আকাশ ধীরে ধীরে নীচু হয়ে চক্রাকারে পৃথিবীর সাথে মিলিত হয়েছে। পৃথিবী ও আকাশের এ মিলন স্থলকে দিগন্ত বলে। দিগন্তই ভু-পৃষ্ঠে আমাদের সীমা রেখা। পৃথিবী গোলাকার বলে এরুপ হয়ে থাকে।
পৃথিবী সমতল হলে সর্বত্র একই সময়ে সূর্যোদয় বা সূর্যাস্ত হত। কিন্তু পৃথিবী গোলাকার বলে তা হয় না।
প্রকৃত পক্ষে পৃথিবী একটি পরিপূর্ণ গোলক নহে, পৃথিবীকে অভিগত গোলক বলা যায়।
পৃথিবীর উত্তর-দক্ষিণের ব্যাস প্রায় ১২৭০৯কি.মি।
পৃথিবীর পূর্ব-পশ্চিমের ব্যাস ১২৭৫৩কি.মি।
পূর্ব-পশ্চিমে ৪৩'৪৭কি.মি.বেশী।
পৃথিবী এক স্থানে স্থির না থেকে সর্বদা চলাচল করছে। পৃথিবী পশ্চিম হতে পূর্ব দিকে নিজ অক্ষের চারদিকে ২৩ঘন্টা ৫৬মিনিট ৪'০৯সেকেন্ডে আবর্তন করছে।
গ্লোব |
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন