বাস টার্মিনাল পঞ্চগড়ে যেখানে অবস্থিত সেখানে বাস টার্মিনাল তৈরির আগে জমির প্রকার ভেদে নিচু খাল/নদীর ডাঙ্গা ছিল যা করতোয়া নদী সংলগ্ন। বাস টার্মিনাল টি তৈরির জন্য অবকাঠামো নির্মাণ করা হলো,খাল বালু দিয়ে পুরণ করা হলো। ঠিকাদারি প্রতিষ্ঠান আমার পরিচিত। তখনকার দিনে কাজটি অনেকটা বড় বলা যায় কোটি টাকা। তারপর সামনের অংশে কিছুটা সংযোজন করা হয়েছে এবং টার্মিনাল থেকে বাস ছেড়ে দেশের বিভিন্ন অঞ্চলে যাচ্ছে।
পুরাতন বাসস্ট্যান্ড। |
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন