RH

০২ সেপ্টেম্বর ২০১৯

ফারায়েজ এর কিছু নিয়ম।

Survey Note
যা দ্বারা মৃত ব্যক্তির ত্যাজ্য সম্পত্তি হইতে প্রত্যেক উত্তরাধিকারীদের প্রাপ্য অংশ বন্টন করার নিয়মাবলী জানা যায় তাই ফারায়েজ।

মুসলিম ফারায়েজ এর ০৮টি নিয়ম-
০১. প্রত্যেক পুত্র প্রত্যেক কন্যার দ্বিগুণ পাইবে।
০২. যদি মৃত ব্যক্তির পুত্র না থাকে এবং মাত্র এক কন্যা থাকে তবে কন্যা অর্ধাংশ পাইবে, অর্থাৎ আটআনা পাইবে।
০৩. সন্তান বর্তমানে স্ত্রী আট এর এক অংশ অর্থাৎ দুই আনা পাইবে। কিন্তু সন্তান না থাকিলে স্ত্রী চার এর এক অংশ পাইবে অর্থাৎ চার আনা পাইবে।
০৪. সন্তান বর্তমানে স্বামী চার এর এক অংশ অর্থাৎ চার আনা পাইবে। কিন্তু মৃত ব্যক্তির সন্তান না থাকিলে স্বামী অর্ধাংশ পাইবে অর্থাৎ আট আনা পাইবে।
০৫. সন্তান বর্তমানে পিতা ছয় এর এক অংশ পাইবে। কিন্তু সন্তান না থাকিলে পিতা অপর শরিকদের অংশ বাদে বাকি অংশ পাইবে।
০৬. সন্তান বর্তমানে মাতা ছয় এর এক অংশ পাইবে। কিন্তু মৃত ব্যক্তির দুই বা ততোধিক ভাই-বোন থাকলে মাতার অংশ বর্ধিত হবে না। পিতা-স্ত্রী এবং পিতা-স্বামীর অংশ বাদে যাহা অবশিষ্ট থাকিবে মাতা তার তিন এর এক অংশ পাইবে।
০৭. পুত্র বর্তমানে ভ্রাতা-ভগ্নী কোন ওয়ারিশ হয় না।
০৮. পুত্র, কন্যা, ভ্রাতা,ভগ্নী কেহ না থাকিলে দুরবর্তী জ্ঞাতি বা জ্ঞাতিগণ ওয়ারিশ হইবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন