RH

২৯ সেপ্টেম্বর ২০১৯

পঞ্চগড় বিপি সরকারি উচ্চ বিদ্যালয়

বিপি সরকারি উচ্চ বিদ্যালয় পুরাতন পঞ্চগড় মৌজায় অবস্থিত। স্কুলের পশ্চিমে এক নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় পূর্ব পার্শ্বে চেয়ারম্যান বাড়ি উত্তরে পাটোয়ারী বাড়ি ও করতোয়া নদী দক্ষিণে দিনাজপুর-পন্চগড় সড়ক। বিপি সরকারি উচ্চ বিদ্যালয় পঞ্চগড় দক্ষিণ দুয়ারী। দিনাজপুর-পন্চগড় সড়কে স্কুল দরজায় দাঁড়ালে মাঠ পেরিয়ে সোজা দৃষ্টি যায় অধ্যক্ষ/প্রধান শিক্ষক স্যারের অফিস কার্যালয়, বাম দিকে দৃষ্টি দিলে মসজিদ ডানে তাকালে শ্রেণীকক্ষ,মাঠ ও শহীদ মিনার। ডানে সাইকেল গ্যারেজ ও বামে সেমিনার কক্ষ। বিপি সরকারি উচ্চ বিদ্যালয় অনেক পুরনো স্কুল, দেশ স্বাধীন ও দেশবিভাগের আগের। মানুষ জানতে চায় নিজে শিক্ষিত হতে চায় নিজেরা না পারলে সন্তানদের শিক্ষিত ও পড়াতে চায়। বিপি সরকারি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার আগে যারা আর্থিক ভাবে স্বচ্ছল ছিলেন তারা নিজেদের সন্তানদের লেখাপড়ার জন্য দিনাজপুর বা জলপাইগুড়ি পাঠাতেন।
স্কুল ব্যাগ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন