এব্রোটেনাম Abrotanum দক্ষিণ ইউরোপের এক প্রকার লতার অগ্রভাগ ও পাতা থেকে এই ঔষধের হোমিওপ্যাথি টিংচার প্রস্তুত করা হয়। এব্রোটেনামের শিশু রোগীর শরীরের তুলনায় পা দুটি শীর্ণ। ক্ষুধা, সারাদিনই খায় কিন্তু শুকিয়ে যায়। কিছুতেই শীর্ণতার উপশম হয় না। রোগী ভয়ানক রাগী, খিটখিটে, উৎকণ্ঠা যুক্ত এবং সামান্য কারণেই উত্তেজিত হয়, নিষ্ঠুর ব্যবহার করে।
বাতের ব্যথা শরীরের নীচে দিক থেকে উপর দিকে প্রভাবিত হয়। পায়ের গোড়ালি, হাত, হাতের কব্জি, কাঁধ। অত্যন্ত ব্যথা, ব্যথায় অস্থির ও অনিদ্রা। আক্রান্ত স্থান ফুলার আগে ব্যথা।
অর্শ ও আম বাতের সাথে পাছার অস্থিতে ব্যথা।
ডাঃ ক্যান্ট বলেছেন, শিশুদের নাক/নাভী দিয়ে রক্ত পড়া,অন্ড কোষ ফোলা এবং নাক দিয়ে রক্ত রস পড়া রোগে এব্রোটেনাম উপযোগী।
শিশুদের ইনফ্লুয়েঞ্জার পরবর্তী জ্বর ও দূর্বলতায় ও ম্যারামাস রোগে এব্রোটেনাম ব্যবহার্য্য।
পাকস্থলীর পীড়ায় রোগী সারিদিনই খায় কিন্তু শুকিয়ে যায়। পাকযন্ত্রের ব্যথা ও দুর্গন্ধযুক্ত বমন। পর্যায়ক্রমে উদরাময় ও কাঠিন্য রোগ। বৃদ্ধদিগের অর্জিণ্য রোগের সাথে হৃৎপিণ্ডের পীড়ায় এব্রোটেনাম উপযোগী।
ডাঃ ক্যান্ট বলেছেন, যে কোন রোগ চাপা পড়ে অন্য আরেকটি রোগ দেখা দিলে এব্রোটেনাম স্মরণ করা কর্তব্য।
বৃদ্ধি- শীতল বাতাসে।
উপশম- নড়াচড়ায়।
ক্রম- ৬,৩০,২০০শক্তি।
হোমিওপ্যাথি ঔষধ চিকিৎসকের পরামর্শে সেব্য। হোমিওপ্যাথি ঔষধের পরবর্তী ঔষধ ও ক্রিয়া নাশক ঔষধ আছে।
তথ্যসূত্র- [azadqn@gmail.com].
বাতের ব্যথা শরীরের নীচে দিক থেকে উপর দিকে প্রভাবিত হয়। পায়ের গোড়ালি, হাত, হাতের কব্জি, কাঁধ। অত্যন্ত ব্যথা, ব্যথায় অস্থির ও অনিদ্রা। আক্রান্ত স্থান ফুলার আগে ব্যথা।
অর্শ ও আম বাতের সাথে পাছার অস্থিতে ব্যথা।
ডাঃ ক্যান্ট বলেছেন, শিশুদের নাক/নাভী দিয়ে রক্ত পড়া,অন্ড কোষ ফোলা এবং নাক দিয়ে রক্ত রস পড়া রোগে এব্রোটেনাম উপযোগী।
শিশুদের ইনফ্লুয়েঞ্জার পরবর্তী জ্বর ও দূর্বলতায় ও ম্যারামাস রোগে এব্রোটেনাম ব্যবহার্য্য।
পাকস্থলীর পীড়ায় রোগী সারিদিনই খায় কিন্তু শুকিয়ে যায়। পাকযন্ত্রের ব্যথা ও দুর্গন্ধযুক্ত বমন। পর্যায়ক্রমে উদরাময় ও কাঠিন্য রোগ। বৃদ্ধদিগের অর্জিণ্য রোগের সাথে হৃৎপিণ্ডের পীড়ায় এব্রোটেনাম উপযোগী।
ডাঃ ক্যান্ট বলেছেন, যে কোন রোগ চাপা পড়ে অন্য আরেকটি রোগ দেখা দিলে এব্রোটেনাম স্মরণ করা কর্তব্য।
বৃদ্ধি- শীতল বাতাসে।
উপশম- নড়াচড়ায়।
ক্রম- ৬,৩০,২০০শক্তি।
হোমিওপ্যাথি ঔষধ চিকিৎসকের পরামর্শে সেব্য। হোমিওপ্যাথি ঔষধের পরবর্তী ঔষধ ও ক্রিয়া নাশক ঔষধ আছে।
তথ্যসূত্র- [azadqn@gmail.com].
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন