RH

২৩ নভেম্বর ২০১৯

ব্যারাইটা মিউর

হোমিওপ্যাথিতে একটি দীর্ঘকীয় ধাতু দোষ সংশোধক ঔষধ ব্যারাইটা মিউরেটিকাম। ইহার উপসর্গ গুলো সকালে, দুপুরের পূর্বে, অপরাহ্নে, সন্ধ্যা কালে, রাত্রে ও মধ্যরাত্রির পর এবং বসন্ত কালে সুস্পষ্ট ভাবে প্রকাশ পায়। রোগী খোলা বাতাস চায় কিন্তু খোলা বাতাসে রোগ লক্ষণ বাড়ে। শ্বাস কষ্ট, বুক ধড়ফড়ানি এবং দূর্বলতা প্রভৃতি উপসর্গ সিঁড়ি দিয়ে উপরে উঠলে বৃদ্ধি হয়। গোসল করতে ভয়  আক্ষেপ, বধিরতা, বমন, পাকস্থলীতে জ্বালা, রক্ত বহা নাড়ীর স্ফীতি, শীর্ণতা, সর্বাঙ্গে পিঁপড়ে চলাফেরার অনুভূতি, শ্লৈষ্মিক ঝিল্লি ও ক্ষত থেকে রক্ত পাত,গ্রন্থি সমুহের স্ফীতি,কঠিনতা, আলস্য ভাব। মহিলাদের ঋতুর পূর্বে ও ঋতু কালে রোগ গুলো প্রকাশ পায়। নিম্নাভুমুখি ছিন্নকর ব্যথা,ঘামে ও উঠে দাঁড়ালে লক্ষণ গুলো প্রকাশ পায়। যেসব শিশু ধীরে লেখাপড়া শিখে এবং খেলা-ধুলায় অনীহা। মহিলাদের সন্ধ্যা কালে উত্তেজনা সকালে বিমর্ষ ভাবে চুপচাপ বসে থাকে- ক্যান্ট।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন