বাংলাদেশ অঞ্চলের বহুল ব্যবহৃত প্রয়োজনীয় ঔষধ
হোমিওপ্যাথি ঔষধ কোলিয়াস এরোমেটিকাস এর বাংলা নাম পাথর কুচি। সংস্কৃতের পাষান ভেদ ও হিমসাগরই পাথর কুচি। চিকিৎসার জন্য যেসব গাছ আদি কাল থেকে ব্যবহৃত হয়ে আসছে পাথর কুচি পাতা সেসবের মধ্যে অন্যতম। পাথর কুচির পাতা মাটিতে ফেলে রাখলেই তা গাছে পরিনত হয়-সুন্দর বন। কোলিয়াস এরোমেটিকাস অন্যান্য গাছের পাতার চেয়ে একটু মোটা এর পাতায় পানির পরিমাণ বেশি থাকে। ফুলের টবে এ গাছ অন্যান্য গাছের তুলনায় দীর্ঘ দিন সতেজ থাকে। পাথর কুচি পাতা ঔষধি হিসেবে ব্যবহারে মানুষও নিজেকে সতেজ ও প্রফুল্ল মনে করে। মুত্ররোধ এবং মুত্রসল্পতায় এই গাছ ব্যবহৃত হয় এর পাতার রস মধু ও চিনিসহ সেবনে। এই পাতা বেটে পেস্ট বানিয়ে নাভী দেশে প্রলেপ দিলে প্রস্রাব হয়, মাথা ব্যাথায় কপালে প্রলেপ দিলে ব্যথা সাড়ে। পাথর কুচি মুত্র পাথরি,মুত্র স্বল্পতা,মুত্ররোধ মুত্রনাশ প্রভৃতি রোগ নিরাময়ে ব্যবহৃত হয়। প্রমেহ রোগে হোমিওপ্যাথি কোলিয়াস অ্যারোমেটিকাস কার্যকরী ঔষধ। মুত্রলাল, বালুকা তলানী, রক্ত মুত্র, প্রস্রাব করার সময় ও প্রস্রাব করার পর জ্বালানি, প্রস্রাব অবিরত ধারায় নির্গত হলে কোলিয়াস অ্যারোমেটিকাস কার্যকরী ঔষধ।
পাথর কুচি গাছ। |
কোলিয়াস অ্যারোমেটিকাস হোমিওপ্যাথি ঔষধ ক্যান্থারিসের সমকক্ষ, ক্যানাবিস স্যাটাইভার সাথে ইহার তুলনা করা হয়। ইকুইসিয়াম হাইমেল এর চেয়ে ইহা বেশি কার্যকরী এবং কোপেবার ন্যায় ব্যবহৃত হয়।
চা-পাতার গরম পানীয় চা সবাই দিনে দু-চার কাপ সবাই খায় চা শরীরের ক্লান্তি দূর করে কর্মচাঞ্চল্য বাড়ায় এবং কিছু সময়ের জন্য ঘুম দূর করে। পাথর কুচি কাঁচা পাতার চা বানিয়ে খেলে ত্বক সুন্দর হয় প্রস্রাবের জ্বালাপোড়া দূর হয় গ্যাস ও পাইলসের সমস্যা দূর হয়। শরীরের কোথাও কেটে গেলে পাথর কুচি পাতা পেষ্ট বানিয়ে প্রলেপ দিলে ব্যথা সাড়ে সুখানুভূতি হয় কাটাছেঁড়ার দাগ দূর হয়।
হোমিওপ্যাথি ঔষধ চিকিৎসকের পরামর্শ ছাড়া সেবন অনুচিত। হোমিওপ্যাথি ঔষধের পরবর্তী ঔষধ ও ক্রিয়া নাশক ঔষধ আছে।
তথ্যসূত্র- [azadqn@gmail.com] Homeopathist.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন