RH

১৫ নভেম্বর ২০১৯

সিমিফিউগা হোমিওপ্যাথি ঔষধ


সিমিফিউগা আমেরিকার ব্ল্যাক স্নেক-রুট বা কালকোহস নামক বৃক্ষ থেকে হোমিওপ্যাথিতে এই ঔষধের টিংচার প্রস্তুত করে ব্যবহার করা হয়। এর অপর নাম একটিয়া রেসিমোসা। মহিলা রোগীদের জন্য উপকারী। রোগিনী মোটাসোটা এবং বাতগ্রস্থ। মাংস পেশী শক্ত-টাটানো থাকে। মাথা ব্যতীত ঠান্ডা অসহ্য। কাশী রাত্রে বেশি, কথা বলতে গেলে কাশি আসে। কপাল ঠান্ডা, ফ্যাকাশে, নিজেকে পাগল ভাবে, অনবরত কথা বলে, প্রসঙ্গ বদল করে, দীর্ঘ শ্বাস ত্যাগ করে। জরায়ুর জন্য হৃদরোগ,একটু নড়াচড়ায় বুক ধড়ফড় করে, চোখে যন্ত্রণা, সিঁড়িতে উঠলে বেশি,শুইলে কম, চোখের সামনে কালো মেঘের উপস্থিতি।ঋতূ কষ্ট, বিলম্বে হয়, বন্ধ থাকে, মেরুদন্ডের উত্তেজনা প্রভৃতি লক্ষণে হোমিওপ্যাথি একটিয়া রেসিমোসা উপকারী।

ডাঃ হেল, বহু বিষাদগ্রস্ত রোগীকে একটিয়া রেসিমোসা দ্বারা আরোগ্য করেছেন।

জরায়ুর বা ডিম্বকোষের পীড়ায় জন্য হৃদকম্প, ব্যথা ও তৎসহ আমবাত। একটু নড়াচড়ায় হৃৎপিণ্ডের দ্রুত স্পন্দন। হৃৎপিণ্ডের চতুর্দিকে ব্যথা সহ উৎকণ্ঠা ও বিষন্ন ভাব। এনজাইমা-পেক্টোরিস হৃদক্রিয়া হঠাৎ বন্ধ হয়ে শ্বাস কষ্ট। বাম দিকের স্তনের ভিতর এবং বাম বাহু থেকে হাতের আঙুল পর্যন্ত ব্যথা চালিত হয় এবং হাতটি অবশ হয়ে যায়।
ডায়াফ্রাম পেশীর ব্যথা, দুই দিকের সপ্তম পাঁজরের নীচে ব্যথা। নিঃশ্বাস নিতে,কাশলে,শুইলে বাড়ে।

চোখের তারায় কিংবা রগে ভয়ানক ব্যথা। বিশেষ করে বাম চোখে সুচ বা তীরবিধার ন্যায় ব্যথা।

পানিতে ভিজার জন্য কাসি, শুস্ক কাসি, রাত্রে বৃদ্ধি, অনেক কষ্টে অল্প কিছু কফ বের হয়।

ডাঃ ক্যান্ট বলেছেন,মাথার পশ্চাতে ও ঘাড়ে ক্ষতবৎ ব্যথা। ঘাড়ের পশ্চাৎদেশে পেশীর সংকোচন বশত মাথাটি পশ্চাদিকে আকৃষ্ট হয়। পিঠের উপর দিকে ভয়ানক কনকনানি ব্যথা। পিঠের বাত। পিঠের পেশী সমুহ সংকোচনের জন্য চিৎ হয়ে শুয়ে থাকা অসম্ভব। অঙ্গ প্রত্যঙ্গগুলোর অসারতা,কম্পণ ও ব্যথায়  সিমিফিউগা ব্যবহার্য্য।

ডাঃ হেরিং বলেছেন,সুতিকাগারে প্রসবের প্রথম ব্যথা আরম্ভের সময় পোয়াতির কম্পন উপস্থিত হলে ভয়ে কাঁপলে একটিয়া রেসিমোসা দ্বারা উপকার হয়।

মহিলাদের জরায়ুর পীড়া, তাহাতে ব্যথা, তলপেটের একপ্রান্ত থেকে অন্য প্রান্তে ব্যথা তীব্র বেগে প্রবাহিত হয়। কোমরে অত্যন্ত ব্যথা, মনে হয় পেটের সব কিছু বের হয়ে যাবে,বাত, ঋতূ অনিয়মিত কম-বেশি, কখনো বেশি কখনো পূর্বে হয়, মাথা ধরা, পাছার উর্দুতে ভার বোধ ও ব্যথা সিমিফিউগার বিশেষ লক্ষণ।

একটিয়া রেসিমোসা মহিলাদের তৃতীয় মাসের গর্ভস্রাব, কষ্টকর প্রসব বেদনা, সেই সঙ্গে মূর্ছা, প্রসবের পর ভ্যাদাল ব্যথা, ব্যথা উরু পর্যন্ত চালিত হয়,বাম বক্ষে স্তনের ভিতর সূচ ফোটানোর ব্যথা।

নয়মাস গর্ভকালে মধ্যে মধ্যে গর্ভনীকে একটিয়া রেসিমোসা সেবন করিতে দিলে সুপ্রসব হয়। গর্ভাবস্থায় অত্যন্ত গা বমি বমি, অপ্রকৃত প্রসব ব্যথা, অনিদ্রা এবং জরায়ুর লক্ষণে-পেটের একদিক থেকে অন্য দিকে তীব্র বেগে ব্যথার সঞ্চারন করা বর্তমান থাকলে এই ঔষধে উপকার হয়।
 ডাঃ টালকট বলেছেন, নেশা/আফিং সেবন কারিদের অনিদ্রা ও শিশুদের দাঁত উঠার সময় মস্তিষ্কের ইরিটেসনে ও অনিদ্রায় ইহা ফলপ্রদ।

ডাঃ ক্যান্ট বলেছেন,৩০,২০০,১০০০ এবং আরও উচ্চতর ক্রমে এবং এক মাত্রা এ ঔষধ সেবনে সর্বোৎকৃষ্ট ফল পাওয়া যায়।
বৃদ্ধি- মাসিক ঋতু কালে, সকালে, ঠান্ডায়, প্রসবের পর, স্পর্শে, রাত্রে।
হ্রাস- বিকালে, খোলা বাতাসে, উত্তাপে ও আহারান্তে।
ক্রিয়া স্থিতিকাল- ৬-১২দিন।

হোমিওপ্যাথি ঔষধ চিকিৎসকের পরামর্শে সেব্য। হোমিওপ্যাথি ঔষধের পরবর্তী ঔষধ ও ক্রিয়া নাশক ঔষধ আছে।

তথ্যসূত্র-[ azadqn@gmail.com] Homeopathist.

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন