RH

১৬ নভেম্বর ২০১৯

হোমিওপ্যাথি ঔষধ কলচিকাম অটামনেল

একপ্রকার চারা গাছের মুল থেকে কলচিকাম অটামনেল এর হোমিওপ্যাথি ঔষধের টিংচার প্রস্তুত করা হয়। এ গাছ জার্মানি, ফ্রান্স এবং ইউরোপে জন্মে। প্রচলিত চিকিৎসায় ইহা গেটে বাতে এত বেশি ব্যবহৃত হাত যে,তাহা বাস্তবিক বিস্ময়কর।সকল প্রাচীন গ্রন্থেই ইহাকে ঐ রোগে ব্যবহার করার নির্দেশ দেওয়া হইয়াছে। কলচিকাম যে গেটে বাতের বহু অবস্থায় উপযোগী তাহা পরীক্ষা দ্বারাও প্রমাণিত হয়েছে। বস্তুত ঠান্ডা জর্ণিত কারণে মুত্র সহ বিভিন্ন ধরনের সমস্যা হয়! Meadow Saffron কলচিকাম অটামনেল।
যে সকল ব্যাক্তি দেখিতে হৃষ্ট-পুষ্ট সবল ও ক্ষমতাশালী, শিশু এবং বৃদ্ধদিগের রোগে কলচিকাম উপযোগী। লিখিবার সময় শব্দ বা অক্ষর ভুল করা।
General exhaustion of mind and body.
Muscular prostration.
Aggravation from execution, even thinking.
Aggravation from motion.
আলো, শব্দ, উগ্রগন্ধ, স্পর্শ ও কুব্যবহার এবং অন্যের সংস্রব আদো সহ্য হয়না। আকর্ষণ,ছেদন,ও প্রতাপ নব্য বেদনা উষ্ণ কালে উহার অপ্রগাঢ়তা, বায়ু শীতল হইলে অস্থি ও গভীর বিধান তন্তূর Deeper tissue আক্রান্ততা বাম হইতে দক্ষিণ দিকে বেদনার গতি।
ঘ্রান শক্তির অতিশয় তিব্রতা, খাদ্য দ্রব্য পাকের গন্ধে বিশেষত মৎস্য,অন্ড অথবা বসাক্তমাংস পাকের গন্ধে। খাদ্য দ্রব্যে অপ্রবৃত্তি উহা দেখিলে বিরক্তি।
বায়ুজনিত উদরের অতিশয় স্ফীততা,আমাশয় ও উদরে জ্বালা বা বরফের ন্যায় শীতলতা।
প্রস্রাব কাল দোয়াতের কালির মত কাল, রক্তাক্ত, সুগার ও এলবুমেন থাকে। প্রস্রাব ফোঁটা ফোঁটা অথবা একটু একটু করিয়া হয়।
সন্ধি স্থানে বাত জনিত ব্যথা। সন্ধি স্থান স্পর্শ করিলে বেদনার বৃদ্ধি।
বাম দিকের ব্যথা, হৃৎপিণ্ডের ব্যথা, শ্বাস কষ্ট,জ্বর।
ক্রিয়া নাশক,পরবর্তী ঔষধ লক্ষণ ভেদে চিকিৎসকের পরামর্শে সেব্য।
তথ্যসূত্র-[azadqn@gmail.com]

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন