কাঁচ সবাই চিনি। আমরা জানি সাবার রানীর ঘটনা সেই হিসেবে কাঁচের ইতিহাস অনেক পুরনো। আয়না একটি প্রয়োজনীয় উপকরণ বিশেষ করে মেয়েদের। এই আয়না কাঁচের বিশেষ প্রক্রিয়ায় তৈরি করা হয়। কাঁচ স্বচ্ছ এবং বিভিন্ন রঙের রঙিন কাঁচ পাওয়া যায় যা আমরা আমাদের বিভিন্ন প্রয়োজনে ব্যবহার করে থাকি এবং প্রয়োজন অনুযায়ী বিভিন্ন সাইজের কাঁচ কেটে প্রয়োজনীয় মাপের চাহিদায় নিয়ে আসার প্রয়োজন হয়। কাঁচ কাটতে কাঁচ কাঁটার টুলস ব্যবহার করা হয়। এতে একটি কাঠের শলকা থাকে যা কাঠের পেন্সিল আকৃতির। কাঠের শলাকার একপাশে ধাতব পাতের সাথে যুক্ত করা হয় পৃথিবীর দামী রত্ন হীরার কাটিং ও পালিশের সময় কাটিং এর ক্ষুদ্র ক্ষুদ্র টুকরো গুলোর একটি অংশ যা কাঠের শলাকার অগ্রভাগে লাগানো ধাতব পাতের সাথে সুক্ষ্ম ভাবে যুক্ত থাকে। যা কাঁচ কাটা হীরা বা গ্লাস কাঁটার। ইন্ডিয়ান বা চায়নার বিভিন্ন ব্রান্ডের বাজারে কিনতে পাওয়া যায়। সুক্ষ্ম বালুর দানা পরিমাণ যা আলোতে নিলে দ্যুতি ছড়ায়।
আমরা বোতল কেটেছি হীরা ছাড়াই। একটি কাঁচের বোতল নিয়ে তাতে প্রয়োজন অনুযায়ী পরিস্কার মোবিল ঢেলে তাতে একটি রড উনুনে টকটকে লাল করে চুবিয়ে দিয়ে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন