RH

৩০ নভেম্বর ২০১৯

সড়ক দুর্ঘটনা

সড়ক দুর্ঘটনা একটি মৃত্যু এবং আমি দাঁড়িয়ে পশ্চিম দিকে মুখ করে দিনাজপুর-পন্চগড় মহাসড়কের পাশে। ঘটনা অনেক আগের আমি তখন ছাত্র আন্ডার মেট্রিক। সময় একটা পেরিয়ে তিনটায় বিকেল বলা যায় শিতের মৌসুম প্রতিনিয়ত যানবাহন চলাচল করছে ডানে তাকিয়ে দেখলাম মাঝবয়সী একজন লোক হেঁটে আসছে এবং আমার সামনে দিয়ে পাকা রাস্তার ধার দিয়ে হেটে চলছে কিছুদূর যাওয়ার পর চিনিকলের একটা ট্রাকটার সঙ্গে ট্রলি ভর্তি কুশার/ইক্ষু আমি উপরে তাকিয়ে দেখছি ট্রলি ভর্তি কুশার চলমান দৃষ্টি বামে লোকটির পাশদিয়ে ইঞ্জিন পার হয়ে ট্রলির চাকা পেটের উপর দিয়ে মানুষ জন চেঁচিয়ে উঠলো এই এই ধরধর ড্রাইভার হতচকিত হয়ে আর একটু জোরে চালিয়ে কিছুদূর সামনে ডানে মোড় নিয়ে নিজ সীমানায়, দৃষ্টি সোজা আমি দাঁড়িয়ে সাব কার্ডিনাল পয়েন্ট ২২৫ ডিগ্রি ড্রাইভার এর ডান চোখে মুখে।
পথচারী শরীর স্বাস্থ্য ভালো উচ্চতা পাঁচ ফুটের উপরে হবে কালো রঙের চেহারা,প্যান্ট ও সার্ট পড়া মাটিতে পড়ে গিয়ে ঘুরে গেল পুর্ব-দক্ষিণে মাথা ও পশ্চিম-উত্তর কোণে রাস্তায় পা দৃষ্টি উপরে-যন্ত্রণা এসব কেহ দেখে চালক চালিয়ে গেল হেলেদুলে  ধোঁয়া ছাড়িয়ে পথচারীর প্রাণ কারিয়ে-
সড়কে প্রাণ আর না একটু পূর্বে হাঁটতে হাঁটতে সেখানে কিছুদিন আগে একজন পড়ে গিয়ে আহত হয়েছে,,
Road
সড়ক