আজমের রাজস্থান রাজ্যের কেন্দ্রে অবস্থিত সুপ্রসিদ্ধ সুফী দরবেশ হযরত খাওয়াজা মঈনুদ্দীন হাসান সিজয়ী( চিশতি) এর মাজারের জন্য সুবিখ্যাত (মৃ১২৩৬খৃ)। মাজার সৌধটি আরাবল্লী পর্বত মালার তারাগড় পাহাড়ের পাদদেশে অবস্থিত। মাযার সংলগ্ন দুটি মসজিদ নির্মাণ করেন করেন বাদশা শাহজাহান ও আওরঙ্গজেব। শহরের উত্তরে আনাসাগর হ্রদের তীরে বাদশাহ জাহাঙ্গীর নির্মিত মনোরম বাগিচা এবং হ্রদের তীরে শাহজাহান নির্মিত একটি সুদৃশ্য বিশ্রামাগার রহিয়াছে। সম্রাট আকবর প্রতি বৎসর বেগম সহ আগ্রা হইতে আজমীর পদব্রজে গিয়া মাযার জিয়ারত করিতেন( বাংলা বিশ্বকোষ)- ইসলামী বিশ্বকোষ।