RH

১৭ এপ্রিল ২০২০

মুদ্রা

মুদ্রা- টাকা পয়সা প্রভৃতি।
পয়সা- ধাতু নির্মিত মুদ্রা বিশেষ। টাকার শতাংশের একাংশ।
টাকা- মুদ্রা বিশেষ, অর্থ, ধন, একশত পয়সার সমান মুদ্রা।
A flat, topically round piece of metal with an official stamp, used as money.
পয়সা ও টাকা বা মুদ্রা হলো দ্রব্য ও সেবার বিনিময়ে এবং ধার পরিশোধে সর্বসাধারণের গ্রহণ যোগ্য উপাদান। বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র ১৯৭২ ঈসায়ী সালের ০৪ মার্চ এদেশের নোট প্রথা চালু হয় নোটের প্রচলন করেন বাংলাদেশ ব্যাংক। কাগুজে মুদ্রার ১ ও ২ টাকার বিহিত মুদ্রায় অর্থ সচিবের স্বাক্ষর এবং ৫, ১০, ২০, ৫০, ১০০, ৫০০, ও ১০০০টাকার নোটে বাংলাদেশ ব্যাংক গভর্নর এর স্বাক্ষর থাকে। সর্বোচ্চ মূল্যমানের ব্যাংক নোট প্রথম বাজারে আসে ২৭ অক্টোবর ২০০৮।
ধাতব মুদ্রার প্রথম প্রকাশ ও নকশা
১পয়সা১৫জুলাই১৯৭৪ 

অর্থ কষ্টে আছি তাই অর্থ বিষয়ে সেটারি জ্ঞান অন্বেষণ। অনেকেই টাকায় মূল্যায়ন করেননা ্তাই সিয়াম শেষে ফেতরায় খেজুর,যব,আটা শষ্যের হিসাবের উল্লেখ পাওয়া যায়। তখনো টাকা বা মুদ্রা ছিল তবে হিসাব হতো শষ্যে।