ইসহাক ওয়াসিতী(র) আবদুল্লাহ ইবন মুগাফফাল মুযানী (রা) থেকে বর্নিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক আযান ও ইকামতের মধ্যে সালাত রয়েছে। এ কথা তিনি তিন বার বলেন (তারপর বলেন) যে চায় তার জন্য।
বুখারী হাদীস, আযান অধ্যায়, দ্বিতীয় খণ্ড- ইফা।
হাজ্জাজ ইবন মিনহাল(র) বারা (রা) থেকে বর্ণিত তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে থাকাকালে সময় 'ইশার সালাতের দুই রাকআতের কোন এক রাকআতে 'সূরা তীন' পাঠ করেছেন।
বুখারী হাদীস, তাফসীর অধ্যায়, অষ্টম খণ্ড-ইফা।