RH

০১ ডিসেম্বর ২০২০

হালখাতা

 হালখাতা হিসাবের খাতা যা ব্যবসায়ীগণ বৎসরান্তে নবীনতর করেন। পাাড়়া়র দোকান থেকে শুরু হয়় মহাজনের মহাজনে তা শেষ হয়। মুদি দোকান, কাঁচামাল, রড-সিমেন্টের দোকান, বড় বড় আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক সকলেই তাদের লেনদেনের হিসাবের খাতা আপডেটের করেন কেহ ক্যালেন্ডার বৎসরে কেহ আর্থিক বৎসরে আবার কেহ আরবী বৎসরের অনুসারে। হালখাতা অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ পত্র বিলি করা হয় বেশ কিছুদিন আগে থেকেই নির্ধারিত দিনে লেনদেনের হিসাব দেখে পাওনা পরিশোধ করে প্রতিষ্ঠানের কর্মচারীগণের বকশীষ দিয়ে কখনো মিষ্টি মুখ আবার কখনও ভাত-পোলাও, মাংস খাওয়া দাওয়া হয় মহাজনের পক্ষ থেকে।

হিসাবের খাতায় সবার-ই কিছু বকেয়া থেকে যায় এবং তা বাড়তে বাড়তে অনেক বড় অংকে পরিনত হয়। এতে খদ্দের-দোকানদার-পাইকারী ব্যবসায়ীও হারিয়ে যায়।

হালখাতা
হালখাতা


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন