নির্বাক,মূক,জলপান বা আশ্চর্যজনক। গিয়েছিলাম রাজধানীতে অনেক আগে ১৯৯৩ এর পরে কাজ সেরে ভাতের দোকান খুঁজছি সুন্দরী এক মেয়ে দরজার কাছে দাঁড়িয়ে ছিল বললো এখানে কি এই লাড্ডু আমরা বানিয়েছি বললাম ভাতের দোকান খুঁজছি দেখিয়ে দিল। তারপর মাঝে মাঝেই আমার সে কথা মনে হতো আমাকে কেন এ কথা বললো? আমাকে বলা মানেই তো আমার কাছে চাওয়া। আমার কপালে তখনও হালকা কালো দাগ সালাতের সিজদার কালো দাগ। 'দিপ্তমান চিহ্ন সিজদার কারণে -দেখা যাক। চলতি ঘটনার প্রত্যেকটা মূহুর্ত আমার কেন সবারই মনে থাকে। স্মৃতি কখনো কখনো কিছুটা এলোমেলো সবারই হয় তা অনেকটা পরিস্থিতি,পরিবেশে ব্যস্ততা নির্ভর। অনেক বছর পর খেয়াল করে দেখছি লাড্ডুতে তাদের ভালোই ব্যবসা হয়েছে তবে নিজেদের নিয়েই ব্যস্ত।
চাইতে হয় দিলে কমেনা বরং বাড়ে। দান, নিজের দান দাঁড়িয়ে থেকে অন্যের হাত দিয়েও দেওয়া যায় এতে দুই জনেরই হয়।
অবাক করা নির্বাক ভাবনাটা এখন আমার
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন