GMT- Greenwich Mean Time. Used for calculating time every where in the world. Bangladesh GMT+6 Standard time[24hour or 12 hour format]
UTC- Universal Coordinated Time.
DST- Day Light Saving Time.
GPS- গ্লোবাল পজিশনিং সিস্টেম। অক্ষাংশ ও দ্রাঘিমাংশের সঠিক নির্ণয় আমাদের সেই জায়গার স্থানীয় সময় নির্ধারন করতে সাহায্য করে। GPS- Device তো আর সবজায়গায় পাওয়া যায় না এবং সবাই ব্যবহারও করতে পারে না। এক্ষেত্রে সাহায্য করছে মোবাইল। মোবাইলের Settings এ Time Zone এ শহর Select করলেই হলো যেখানে যে জায়গায় সে জায়গার।
মাঝে মাঝেই বিভিন্ন জায়গা থেকে ফোন ও মোবাইলে মেসেজ আসে রাতবিরেতে যখন জানান হয় এখানে রাত অবাক হয় অনেকেই দুঃখ প্রকাশ করে আবার পরের দিন তিনি রাত জেগে মোবাইলের রিং টোন শোনান খোঁজখবর নেন তারপর হারিয়ে যান বিচিত্র এই পৃথিবীর মানুষ গুলো। যোগ-বিয়োগ এখন আর করতে হয় না বিভিন্ন অঞ্চলের সময়ের আগে পিছে তারপরও অজানা বা ভুল বশত,,,, ।
তথ্যসূত্র-[ azadqn@gmail.com]
UTC.
উত্তরমুছুন