RH

২৬ অক্টোবর ২০১৮

ইউক্যালিপ্টাস গাছের কথা।

বাড়ির চারদিকে বিশেষ করে দক্ষিণ দিকে এই গাছ রোপণ মঙ্গলজনক। হোমিওপ্যাথি চিকিৎসায় ইউক্যালিপ্টাস থেকে তৈরিকৃত ঔষধ হচ্ছে ইউক্যালিপ্টাস-গ্লোবিউলাস।
- ডাঃ বার্ণেট প্লীহা রোগীর হৃৎপিণ্ডের পীড়ায় এই ঔষধ ব্যবহার করতে বলেছেন। ইউক্যালিপ্টাস উৎকৃষ্ট পচননিবারক,দূর্গন্ধ নাশক ও ঘর্মকারক ঔষধ।
- ডাঃ হেল বলেছেন,ইউট্রাসের পীড়ায় দুর্গন্ধ যুক্ত স্রাব থাকিলে ইহা আভ্যন্তরীণ ও বাহ্যিক প্রয়োগে বিশেষ উপকার হয়। তিনি মানব শরীরের বহুবিধ পীড়ায় ইহা অনুমোদন করেন।
- ডাঃ বেরিং বলেছেন,যে সকল জ্বর জীবানুসম্ভুত, অত্যন্ত জটিল সহজে সারে না, পুনঃ পুনঃ জ্বরের আক্রমণ হয়, জ্বরের সহিত প্লীহা শক্ত ও বড় হয়,সর্ব শরীরে বাতের মত বেদনা হয় সে স্থলে ইউক্যালিপ্টাস-গ্লোবিউলাস উপযোগী।
- ডাঃ এলেন বলেছেন, ইউক্যালিপ্টাস-গ্লোবিউলাস সবিরাম, অবিরাম ও টাইফয়েড জ্বরের ঔষধ ‌।
-মাথায় বেদনা, মাথা ঘোরে, জ্বর-সর্দি,নাক দিয়ে পানি পড়ে নিঃশ্বাস নিতে পারছেন না চার-পাঁচটি ইউক্যালিপ্টাস গাছের কাঁচা পাতা ছিঁড়ে নিন অথবা পড়ে থাকা শুকনো পাতা তুলে নিয়ে হাতে রেখে ডলুন ও পরে সেই পাতা নাকের কাছে নিয়ে নিঃশ্বাস নিন, এরকম দিনে দু-তিন বার করুন সেরে যাবে।
হোমিওপ্যাথি ঔষধ চিকিৎসকের পরামর্শে সেব্য। হোমিওপ্যাথি ঔষধের ক্রিয়া নাশক ও পরবর্তী ঔষধ আছে। হোমিওপ্যাথি ঔষধের লক্ষণ সাদৃশ্যে এলিমিনেটিং করতে হয়।
ইউক্যালিপ্টাস
Plant Roots.
গাছ
ইউক্যালিপ্টাস।

তথ্যসূত্র-[ azadqn@gmail.com ]