RH

১৭ অক্টোবর ২০১৮

Vehicle Registration in Bangladesh.

মোটরসাইকেল
মোটরযান রেজিস্ট্রেশন

 বর্তমানে স্থল পথে যোগাযোগের মাধ্যম হচ্ছে বাস,ট্রাক,মোটর কার, মোটর সাইকেল ইত্যাদি আর এসব মোটরযানের নিজ স্বত্বের জন্য Vehicle Registration অত্যন্ত জরুরী।
রেজিস্ট্রেশন  প্রক্রিয়া দির্ঘ মেয়াদি Vehicle কেনার পর প্রয়োজনীয় কাগজ পত্র সংগ্রহ করুন যেখান থেকে আপনি গাড়িটি কিনেছেন সেখান থেকে, কাগজ পত্র যাচাই করান ও রেজিষ্ট্রেশন অফিসে গিয়ে বা তাদের নির্ধারিত ব্যক্তি বা সংস্থার কাছে এপ্লিকেশন ও প্রয়োজনীয় কাগজ পত্র কম্পিউটার কম্পোজ ফটোকপি করুন,অন-লাইন ফরম পুরন করুন,নির্ধারিত ব্যাংকে ফী জমা দিন, অপেক্ষা করুন মোবাল মেসেজের জন্য,যোগাযোগ করুন কাগজ পত্র সংগ্রহ করার জন্য, সংগ্রহ করুন, গাড়িতে নাম্বার সংযুক্ত করুন নম্বর সংযুক্ত গাড়ির ছবি তুলুন, নিজ স্বত্বের কাগজ যত্ন করে রাখুন গাড়িতেও প্রয়োজনীয় কাগজ পত্র রাখুন।

এখানে দেখুন bit.ly/2kF1g01

তথ্যসূত্র- [azadqn@gmail.com].

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন