শখের ফুলের বাগান করলে কিছু ফুল গাছতো চিনতেই হবে এবং নামও জানতে হয় নার্সারিতে আমরা অনেকেই যাই ফলজ-বনজ-ঔষধি গাছ কিনতে কখনো নাম বলে চাই আবার কখনো নার্সারির মালিকের সঙ্গে পরামর্শ করে ও কখনো গুনাগুণ এবং সৌন্দর্য দেখে গাছ আমরা কিনি। আমার এ অভ্যাস আছে কোথাও গেলে কোন ভালো গাছ দেখলেই নিয়ে আসি,নদীর পাড়ে হাঁটছি নজর কাড়ার মতো কোনো গাছ পেলেই তুলে নিয়ে আসি এক সময় বাড়ি ভরে যায় তা দেখে পরিবারের অন্য সদস্যরা তুলে ফেলে বলি গাছ কই উত্তর কাজের লোক তুলে ফেলেছে।
জবা |
ফুল |
এই হচ্ছে জবা Hibiscus Rosa Sinensis গন্ধ হীন, নাতিশীতোষ্ণ অঞ্চলের ফুল টবে রাখলে খুব যত্ন নিতে হয় পানি দেও,সার দেও,মাটি পরিবর্তন করো আরও কত কি অবশ্য বাগানে তো আর একটা গাছ থাকে না পরিচর্যা করতে সময় চলে যায় গাছও বড় হয় নিজের মতো করে,। মাটিতে গর্ত খুঁড়ে একটা ডাল পুঁতে একটু যত্ন নিলে কিছু দিন পরে দেখা ছয়-সাত ফুট হয়ে কি সুন্দর মাইক সাদৃশ্য ফুল ফোটে আছে জবা, ঝুমকা জবা অবশ্য একটু আলাদা।
জবা China Rosa,Bunga জায়গা ভেদে সাদা, হলুদ, কমলা রঙের হয়। আমার বাসায় দু-রঙের ছিল এখন নাই। ভালো লাগে বাসায় রঙিন ফুলের বাগান থাকলে।
জবা ঔষধি গুণসম্পন্ন চোখ ওঠা, সর্দি-কাশি, চুলের যত্ন,টাকা, প্রস্রাব, ডায়াবেটিস, হজম ও জ্বরের জন্য জবা ফুলের চা।
তথ্যসূত্র-[azadqn@gmail.com]
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন