RH
২০ ডিসেম্বর ২০১৮
কবুতর-পায়রা পালন লাভজনক ব্যবসা।
Blue Rock Pigeon.
Blue Rock Pigeon-Columba Livia Domestia-Columba Livia Rustica কবুতর, পারাবত।
পৃথিবীতে দু-শত থেকে তিনশত জাতের পায়রা আছে হোয়াইট কিং টেক্সেনা, সিলভার কিং,হামকাচচা,ডাউকা,কাউরা,
গোলা,গোলী,পাক্কা, লাক্ষা,ময়ুরপক্ষী,সিরাজী,লাহোরী,
ফ্যানটেইল,জেকোভিন,মুকি,গিরিবাজ,টেম্পলার লোটন।
হযরত শাহজালাল (র:) যখন এদেশে আসেন তখন বিশেষ এক জাতের পায়রা নিয়ে আসেন যা 'জালালী পায়রা'নামে পরিচিত এ পায়রা সবসময়ই পরিস্কার পরিচ্ছন্ন থাকে।
আমাদের পঞ্চগড়-দিনাজপুর অঞ্চলে শীতের প্রকোপ বেশি তাই সব জাতের পায়রা এ অঞ্চলে টিকে থাকতে পারে না আমি অনেক টাকা খরচ করে কিছু সৌখিন পায়রা এনেছিলাম কিন্তু শীতের প্রকোপে তা টিকে থাকতে পারে না সবুজ ও হলুদ রঙের পানি মিশ্রিত ডায়রিয়া জর্নিত কারণে মরে যায়। পায়রার জন্য ৩৬-৪০ ডিগ্রি তাপমাত্রার প্রয়োজন হয়।
বিড়াল ও কাক কবুতরের অনেক ক্ষতি করে। কাক কবুতরের বাসা থেকে ডিম ও ছোট বাচ্চা ঠোঁটে করে নিয়ে যায়। বিড়াল কবুতর ধরে নিয়ে যায় তখন ভয়ে কবুতর বাসা ছেড়ে পুরো ঝাঁক,দল উড়ে চলে যায়।
পুরুষ ও স্ত্রী কবুতর জোড়া বেঁধে আজীবন এক সাথে বাস করে। এদের জীবন কাল ১২ থেকে ১৫ বৎসর। স্ত্রী
ও পুরুষ পায়রা উভয়ে মিলে গৃহস্থের বাড়িতে বা নিজেদের পছন্দমতো স্থানে খড়কুটো সংগ্রহ করে ছোট জায়গায় বাসা তৈরি করে। পাঁচ থেকে ছয় মাস বয়সে স্ত্রী পায়রা ডিম পাড়া শুরু করে। পায়রা ২৮ দিন অন্তর অন্তর ৪৮ ঘন্টার ব্যবধানে দুই টি ডিম দেয় এবং পাঁচ বছর বয়স পর্যন্ত বাচ্চা উৎপাদনে সক্ষম থাকে। স্ত্রী-পুরুষ উভয়ে পালাক্রমে ডিমে তা ও পাহারা দেয়। এসময় উভয় পায়রার খাদ্য থলিতে Crop Milk তৈরি হয় যা বাচ্চাদের দশদিন পর্যন্ত খাওয়ায় এবং পরে বাচ্চারা স্বাভাবিক ভাবে দানাদার খাদ্য খেতে থাকে।
পায়রা পালন আনন্দ দায়ক।
পায়রার মাংস সুস্বাদু, পুষ্টিকর ও ঔষধি গুণসম্পন্ন।
বারো মাসে তেরো জোড়া পায়রা-লাভজনক প্রাণী।
প্রতি জোড়া পায়রার জন্য ১২ ইঞ্চি দৈর্ঘ্যের ও ১২ ইঞ্চি প্রস্থের খোপ ও ০৪ ইঞ্চি মাপের দরজা ও ০৬ ইঞ্চি মাপের বারান্দা প্রয়োজন।
থাকার জায়গা পরিস্কার পরিচ্ছন্ন ও পানির পাত্র পায়রার ঘরের কাছেই রাখতে হয়। পায়রা প্রতিদিন ৩০-৬০মিলি পানি পান করে এবং গোসলের জন্যও পানির ব্যবস্থা রাখতে হয়।
পায়রা প্রতিদিন ৩০ থেকে ৭০ গ্রাম খাদ্য গ্রহণ করে গম, মটর, খেসারি,ধান,চাল,কাউন এবং সরিষা পায়রার পছন্দের খাবার।
পায়রা মুক্ত আকাশে বিচরণ মুক্তিতেই পায়রার আনন্দ বেশী গিরিবাজ চমৎকার উড়ে,,,,,,
প্রয়োজনে- ০১৭১৬০০৭৭২২.
তথ্য সূত্র [azadqn@gmail.com]
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন