RH

১৭ ডিসেম্বর ২০১৮

চড়ই পাখি ও এ পাখির উপকারিতা

চড়ই পাখি বিশ্বের সব অঞ্চলেই দেখা যায়। আমাদের অঞ্চলে বিশেষ করে চালের মিলে এরা ঝাঁক বেঁধে থাকে এক ঝাঁকে অনেক অগনিত থাকে।
চড়ই মানুষের খুব কাছাকাছি থাকে। আমার দোকান ঘরের বারান্দায় এরা দশ বছর ধরে আছে আসে খড়, শুকনো ঘাস দিয়ে বাসা বাঁধে মিলন করে ডিম দেয় বাচ্চাও হয় উড়তে শিখে তারপর চলে যায় আবার আসে।
এদের মিলন অন্য রকম কিছুক্ষণ পর পর চলতেই থাকে আশি বারের অধিক এজন্যই হয়ত অনেকেই চড়ুই শারীরিক দুর্বলতার জন্য ঔষধ হিসেবে ব্যবহার করে পুরুষদের জন্য পুরুষ ও মহিলাদের জন্য মেয়ে চড়ুইটি রান্না করে খায়। বাসাবাড়িতে এরা জোড়া বেঁধে থাকে। আকারে ০৩ থেকে ০৬ ইঞ্চি টুনটুনির চেয়ে একটু বড়। মেয়ে ও পুরুষ পাখি দেখলেই বোঝা যায় পুরুষ পাখিটি একটু উজ্জ্বল পিঠ বাদামী রঙের,মাথা ছাই রঙের একটু কালো, চোখের নিচ থেকে সাদা, বুকের নিচে ছাই,পা হলুদ, ঠোঁট কালো,চোখ খয়েরী কালো মেয়ে পাখিটিও একই তবে একটু হালকা ময়লা রঙের।
মানুষের কাছাকাছি থাকে তাই মানুষের ফেলে দেওয়া খাবার ভাত,চাল,গম,বাদাম, শস্য কণা ও পোকা-মাকর এদের খাদ্য। তিন থেকে পাঁচটি ডিম পাড়ে পালাক্রমে স্ত্রী-পুরুষ উভয় মিলেই ডিমে তা ও বাচ্চা ফোটায়, খাবার সংগ্রহ করে ও উড়তে শেখায়। এরা মানুষের কাছাকাছি থাকে তাই মানুষের হাতে এসে বসে ও খাবার খায় এবং বাড়ির লোকজনদের পরিচিত হয়ে যায় অপরিচিত কেউ আসলে পেটপেট কিচিরমিচির শব্দ করতে থাকে।
House Sparrow
তথ্য সূত্র [azadqn@gmail.com]