বাংলাদেশের সব জায়গাতেই পাতিকাক দেখা যায়। বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, থাইল্যান্ড, নেপাল, ইন্দোনেশিয়া সহ অন্যান্য দেশেও দেখা যায়।
কাক খুব চালাক ও বুদ্ধিমান দলবদ্ধভাবে ভাবে বসবাস করে এদের একটিকে আক্রমণ করলে হাজার কাক এসে মাথার উপর কা-কা-কা করতে থাকে আক্রমণ কারিকে চিনে রাখে এবং দীর্ঘ দিন পর্যন্ত মাথার উপর দিয়ে উড়ে বেড়ায়।
আমার এ অভিজ্ঞতা আছে/হয়েছে।
কাকের গলার স্বর কর্কশ কোকিলের মতো না। কোকিল কালো, কাকের চোখ-পা-ঠোট কালো, গায়ের রং কালো,ছাই ও হালকা চকচকে নীলাভ কালো। সাদা রঙের কাকও আছে সাইবেরিয়ার অঞ্চলে।
স্ত্রী ও পুরুষ কাক দেখতে একই রকম ১০ থেকে ১৪ ইঞ্চি লম্বা। তার, গাছের ডাল,ও মানুষের ব্যবহৃত জিনিসপত্র দিয়ে মানুষের কাছাকাছি এরা বাসা বাঁধে। মার্চ থেকে জুন মাস এদের প্রজননের সময়। ০৩ থেকে ০৬টি পর্যন্ত নীলচে সবুজ ও ফোঁটা ফোঁটা দাগ মিশ্রিত ডিম পাড়ে। পাতি কাকের বাচ্চাকে খাঁচায় রেখে পোষ মানানো ও কথা শেখানো যায়।
House Crow.
কাক |
Corvus Splendens.
তথ্য সূত্র-[azadqn@gmail.com]
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন