RH

১৩ জানুয়ারী ২০১৯

একোনাইটাম-ন্যাপেলাস হোমিওপ্যাথি ঔষধ।

Aconitum-Napellus.
of Homeopathic Medicine.
Extreme restlessness and anguish.
Fear, Fear of Death.
Hard,full, frequent pulse.
Aggravation in the evening or night; sudden attacks of diseases.

একোনাইট"হোমিওপ্যাথিক চিকিৎসার মেরুদন্ড বলিয়া খ্যাত"।
একোনাইট এক প্রকার গাছ। ইহার ফুল-কুড়ি ও পাতা হইতে যে আরক প্রস্তূত হয় তাহার নাম একোনাইট নেপিলাস্।
ক্রিয়াস্থল-এই ঔষধটি মস্তিষ্ক-পৃষ্ঠদেশীয় স্নায়ু মন্ডলের উপর ক্রিয়া করিয়া ধামনিক রক্ত সঞ্চালনের আধিক্য ঘটায়। প্রদাহের প্রথম অবস্থায় একোনাইট ব্যবহার করিতে হয়।
ব্যাবহারস্থল-সাধারনত 'শীতকালীন' জ্বর শুস্ক ঠান্ডা বাতাস হইতে হঠাৎ কোন তরুণ পীড়ার আবির্ভাব, নিউমোনিয়া,কলেরা, শিশু-কলেরা,কাশি ও শ্বাসযন্ত্রের পীড়া,রক্তামাশয়,গর্ভ স্রাব ও গর্ভাবস্থায় পীড়া,হৃদপিন্ডের পীড়া, মস্তিষ্কে রক্তসঞ্চালন, স্নায়ুশুল এবং হঠাৎ পক্ষাঘাত হওয়া এবং ভয় পাওয়ার ফলে যে কোন পীড়া।
বিশেষ লক্ষণ-
-হঠাৎ পীড়ার আক্রমণ ও দেখিতে দেখিতে তাহার বৃদ্ধি।
-হঠাৎ দৃষ্টিহীনতা।
-হঠাৎ রক্তাধিক্ক এবং সেই সঙ্গে শরীরের তাপমাত্রা বৃদ্ধি।
-শিশু প্রস্রাব করিতে পারে না, প্রস্রাব কম,লাল বর্ণ, যন্ত্রণা হয়।
-ত্বক শুস্ক,প্রসবক্ষেত্র ও হৃদরোগ ব্যাতিত রোগী ঘাম হীন।
-হৃদরোগে বামহাত ও হাতের আঙ্গুল অসাড় হয়ে যায়।
-জ্বরে নাড়ী প্রবল ও দ্রুত।
-নিদ্রিতাবস্থায় অস্থিরতা,প্রলাপ, দুশ্চিন্তাপূর্ণ স্বপ্ন, বয়স্কদের অনিদ্রা।
-মন অস্থির, ছটফটানি, মৃত্যু ভয়।
-নিঃশ্বাস নিতে কষ্ট,হৃদপিন্ড/ফুসফুসে বেদনা।
ডাঃ কাউপারথোয়েট বলেছেন, যদি হৃদশুল ও হৃদপিন্ডের পেশির ও বহিরাবরণের প্রদাহের সহিত বাম বাহুর অবসন্নতা ও হাতের আঙ্গুলের ঝিনঝিন ভাব থাকে তবে সেই রোগীর ক্ষেত্রে একোনাইটাম ন্যাপেলাস ফলপ্রসূ।
রোগের বৃদ্ধি- সন্ধ্যা কালে,বক্ষরোগে বামদিকে শুইলে, শব্দে, ভয় পাইলে, নিঃশ্বাস নিবার সময়,গরম ঘরে,গর্ভ রুদ্ধ হইলে।
হ্রাস- স্থিরতায়, খোলা বাতাসে, বিশ্রামে।
ক্রিয়া নাশক ও পরবর্তী ঔষধ চিকিৎসক বিবেচ্য।
ক্রিয়া স্থিতিকাল- ০১দিন।
তথ্য সূত্র-[azadqn@gmail.com].

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন