RH
১৩ জানুয়ারী ২০১৯
হাইড্রাসটীস-ক্যানাডেনসিস,হোমিওপ্যাথি ঔষধ।
Hydrastis Canadensis.
ডাঃ হেল বলেছেন,এই ঔষধ আভ্যন্তরীণ ও বাহ্যিক প্রয়োগ করে মুখ-নাক ও গলক্ষত সহ সকল প্রকার ক্ষত, শ্বেত প্রদর, জরায়ুর স্রাব,কর্ণস্রাব,প্রমেহ,ও লিভারের সমস্যা সহ বহু রোগের আরোগ্য হয়।
ডাঃ হিউজেস বলেছেন, এই ঔষধের মাদার টিংচার ৩/৫ ফোটা মাত্রায় পানিতে মিশিয়ে প্রতিদিন সকালে একবার করে সেবনে কোষ্ট পরিস্কার হয়।
এই ঔষধ নিয়মিত সেবনে অর্শ ও গোগুন্ডল নির্গমন পীড়ায় বিশেষ উপকার পাওয়া যায়।
ডাঃ বেরিং বলেছেন, যখন রক্ষা রোগীর উদরে শুন্যতা বোধ, ক্ষুধামন্দ্য, অত্যাধিক দূর্বলতা, শুস্ক কাসি প্রভৃতি লক্ষণ উপশমিত হয় এবং রোগী নিজেকে অনেকটা সুস্থ মনে করে তখন এই ঔষধ সেবনে রোগীর স্বাস্থ্যোন্নতি হয়।
ডাঃ বার্ণেট বলেছেন,হাইড্র্যাষ্টিস ক্ষয় রোগ সম্পূর্ণ আরোগ্য করিতে না পারিলেও যখন লক্ষণানুরুপ অন্যান্য ঔষধ দ্বারা রোগী আরোগ্য পথে নীত হয় তখন ইহা প্রয়োগে রোগী পুষ্ট ও সবল হইয়া উঠে।
Uterine Disease.
Constipation.
Dyspepsia.
Chronic Angina.
বাম দিকে শুইলে কষ্ট বোধ।
জিহ্বার ধার ফাটা ফাটা।
স্তনের বোটা বাকা ও সংকুচিত, স্তনদেশে আব/টিউমার।
স্মৃতি শক্তি কম।
এই ঔষধে পায়ের কড়া ভালো হয়।
বৃদ্ধি-আহারের পর, রাত্রিতে, শুস্ক ঝড় বাতাসে,বাহ্যের পর।
হ্রাস-বিশ্রামে,চাপদিলে, বায়ু নিঃসরণে, চলাফেরায়।
শক্তি-মুল।
সম্বন্ধ ও পরবর্তী ঔষধ লক্ষণ সাদৃশ্যে চিকিৎসক বিবেচ্য।
তথ্যসূত্র-[azadqn@gmail.com]
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন