RH

১০ জানুয়ারী ২০১৯

চা বাগান- পঞ্চগড়।

পঞ্চগড়ের চা অন্যরকম চা। এ চা সমতল ভূমির চা। বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড় এবং দক্ষিণে বঙ্গোপসাগর। সাগর থেকে উত্তরের হিমালয়ের পাদদেশে পঞ্চগড়ে আসতে একটু কষ্টই হয় পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হিমালয়ের (কাঞ্চন জঙ্ঘার) কারণে। চা গাছের জন্য বৃষ্টির প্রয়োজন হয় আর এ অঞ্চলে গড় বৃষ্টিপাতের পরিমাণ খারাপ না ভালোই। বৃষ্টি হয় কিছুক্ষণ পর বৃষ্টির পানি আবার নেমেও যায় নদীতে বা নদী সংলগ্ন জলাশয়ে।
পঞ্চগড়ে নদীর সংখ্যা অনেক আর এসব নদীর বৈশিষ্ট্য হলো এগুলো খড়স্রোতা। এসব ছোট-বড় নদীর পানির গভীরতা কম কিন্তু পানির স্রোত বেশি বলেই পানি বেশিক্ষণ থাকেনা তাই চায়ের জমিও শুস্ক থাকে। নদীর পাড়ের জমিতে পঞ্চগড়ের চা বাগানের সংখ্যা বেশি। করতোয়া একটি নদীর নাম এর নামে করতোয়া টি গার্ডেন। ডাহুক একটি নদীর নাম এর নামে ডাহুক টি এস্টেট।
কাজী এন্ড কাজী টি এদের অনেক চা বাগান আছে পঞ্চগড়ের বিভিন্ন জায়গায় আছে অর্গানিক টি/চা বাগান,স্যালিল্যান টি, ময়নাগুঁড়ি টি এস্টেট,

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন