RH

১৩ জানুয়ারী ২০১৯

হাইপেরিকাম-পার্ফোলিয়েটাম হোমিওপ্যাথি ঔষধ।

Hypericum Perfoliatum.
Homeopathic Medicine.
Disease of Female genitalia.
Traumatic Tetanus.
If a nerve is wounded.
আঘাত জর্নিত রোগে যদি স্নায়ু আহত হয় তাহা হইলে এবং অপ্রত্যাশিত শোকজর্নিত পীড়াদির ক্ষেত্রে এই ঔষধ উপযোগী।
লিখিবার সময় শব্দ ভুল করে, অক্ষর ছেড়ে যায়, রাত্রিতে ভোরে অসংলগ্ন বকে,ভুত-প্রেত দেখে,ভয় জর্নিত পীড়া।
উচ্চ স্থান থেকে পড়ে গিয়ে মেরুদন্ডের নিম্ন স্থানে বেদনা।
-কোন স্থান কাটিয়া যাওয়া।
-কাটিয়া ছিড়িয়া বিভক্ত হইলে শরীরের সেই ছিন্ন অংশের মিলন সংঘবদ্ধ করা।
-আংগুল বা শরীরের কোন অংশ চিমটাইয়া গেলে।
-ইন্দুর কামড়ানো।
-ছুচ,আলপিন,গজাল,পেরেক প্রভৃতি পায়ে ফুটিলে।
-হাতের ও মুখের একজিমা।
-অতিরিক্ত ঠান্ডায় শ্বাস যন্ত্রের পীড়া।
-পায়ের আঙ্গুলের কড়ার(Corn) বেদনায় এই ঔষধ ফলপ্রদ।
অনেকেই হাইপেরিকামকে হোমিওপ্যাথিক অ্যান্টি-টিটেনাস সিরাম আখ্যা দিয়েছেন।
বৃদ্ধি- সন্ধ্যা ছয়টা-রাত দশটা, ঝড় হইবার পূর্বে, বর্ষা ও ঠান্ডায়।
হ্রাস-ঘামে,চাপিলে,স্থিরতায়, ঘর্ষণে।
ক্রিয়া নাশক ও পরবর্তী ঔষধ লক্ষণ সাদৃশ্যে চিকিৎসক বিবেচ্য।
ক্রিয়া স্থিতি কাল ০১-০৭ দিন।
তথ্যসূত্র-[azadqn@gmail.com]

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন