RH

১১ জানুয়ারী ২০১৯

নাস্কভমিকা হোমিওপ্যাথি ঔষধ।

Nice Vomica- Homeopathy Medicine.

If you don't know what is to give-give Nux Vomica- Dr.Willam Boerick.
অল্প মাত্রায় নস্ক-ভমিকা সেবন বলকারক এবং কামোদ্দীপক। অধিক মাত্রায় সেবিত হইলে বিষ লক্ষণ প্রকাশ পায় এবং মৃত্যুর সম্ভাবনা থাকে।
ডাঃ ন্যাস তাহার লিভার পুস্তকে নাক্স-ভমিকাকেই সর্ব প্রথম স্থান দিয়াছেন। বাস্তবিকই এই ঔষধের চেয়ে বহু ব্যবহৃত ঔষধ হোমিওপ্যাথিতে আর একটিও নাই।
ডাঃ টেষ্টি বলিয়াছেন- নাক্স-ভমিকা নিরামিষ ভোজি অপেক্ষা আমিষ ভোজিদের পীড়ায় বেশি উপযোগী।
ডাঃ ন্যাস ও সকল হোমিওপ্যাথিক চিকিৎসকগনই বলিয়া গিয়াছেন সর্ব শরীরে অতিশয় উত্তাপ এমন কি মুখ গরমে যেন জ্বলে যায় ও লাল বর্ণ ধারণ করে এবং রোগী নড়িলে-চড়িলে বা গাত্র বস্ত্র সরাইলে ভয়ানক শীত বোধ করে-এই লক্ষণ যে জ্বরে থাকিবে তাহাতে নাক্স-ভমিকা উপযোগী।
হ্যানিম্যান বলিয়া গিয়াছেন যে অধীরতা,কোপনতা, হিংসা-দ্বেষ অথবা প্রতারণতা-প্রবনতা ও ব্যগ্রতা বিশিষ্ট ব্যাক্তিদিগের পক্ষে নাক্স-ভমিকা উপকারী।
কৃশদেহ,কোপনস্বভাব, সাবধান,কৃশকেশ,পিত্ত-প্রধান,রক্ত-প্রধান ধাতু,বিবাদ-প্রিয়, বিষন্ন,স্নায়বীয় ব্যাক্তিদিগের পক্ষে নাক্স-ভমিকা উপযোগী।
পরবর্তী ঔষধ,ক্রিয়ানাশক,ক্রম চিকিৎসক বিবেচ্য। ক্রিয়া স্থিতিকাল ১-৭দিন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন