RH

১৩ জানুয়ারী ২০১৯

রুমেক্স ক্রিসপাস।

Rumex Crispus.
Homeopathic Medicine.
Diseases of the respiratory organs.

ইয়োলো ডক নামক গাছরা। তাজা মূল থেকে টিংচার প্রস্তুত।

ইয়োলো ডক ঔষধটি পারিবারিক চিকিৎসায় রক্তের দোষ দূর করার জন্য এবং উদ্ভেদ ও ফোঁড়ার জন্য ব্যবহার হয়।
সর্দি, কাশি, স্বরভঙ্গ, হাঁপানি, যক্ষা রোগের কাশি, গলনালীর পীড়া, নাক দিয়ে রক্ত পড়া, পাকযন্ত্রের শুল, মুখের ক্ষত হৃৎপিণ্ডের ব্যথায় উপকারী।

রুমেক্সে তরুণ-পুরাতন উভয় প্রকার সর্দির জন্য উপকারী। 👃 নাক, চোখ,বুক/বক্ষ এবং কন্ঠ সমস্ত বায়ু পথ দিয়ে প্রচুর স্রাব/শ্লেষ্মা অবিরাম ধারায় নির্গত হয় প্রথমে পাতলা পরে ঘন ও আঠারো মতো হয় এবং রোগী তা বের করে ফেলতে পারে না। ঘরঘর কড়কড়ে শব্দ হয়।
গড়ান সর্দির সাথে ভিষন হাচি, মাথা ব্যথা, কাশি, কাশি রাত এগারোটার সময় নিদৃষ্ট, বাচ্চাদের রাত দুইটা ভোর পাঁচটার দিকে বাড়ে। অবিরত গলা চাচিতে থাকা, গলায় একটা পিন্ড থাকার ন্যায় অনুভূতি, গলা ঝাড়িলে বা ঢোক গিলিলে উপশমিত হয় না, গলাধঃকরণ করিলে একটুখানি নামিয়া যায়।

কাঁশতে কাঁশতে মহিলাদের মূত্র ত্যাগ।

রুমেক্স ক্রিসপাস রোগীর কাশি কথা বললে ও গরম থেকে ঠান্ডা ঘরে গেলে বেশি হয়। রুমেক্স ক্রিসপাস রোগীকে এক শীত থেকে আর এক শীত পর্যন্ত সুস্থ ও ভালো রাখে।

মুখ কাপড় দিয়ে ঢাকলে ও বামদিকে শুইলে উপশম, বাম ফুসফুস ও বাম স্তনের নীচে খোঁচা মারা ব্যথার সঙ্গে কাশি থাকলে রুমেক্স উপকারী।

রুমেক্স ক্রিসপাস এর রোগী ভোরে ৪-৯টায় মলত্যাগের জন্য বের হয়, মল প্রচুর, দূর্গন্ধযুক্ত, যন্ত্রণা শুণ্য। মলত্যাগের পূর্বে পেটে ব্যথা, মলের রং বাদামি পাতলা-শক্ত ও কাশি, মলদ্বারে চুলকানি, মনে হয় মলদ্বারে কাঠি গোঁজা আছে, অর্শ্বরোগ।

শ্বাস যন্ত্র, উদরাময় স্থান ও গাত্রচর্ম রুমেক্সের এই তিনটি স্থানে ক্রিয়া। শরীরের স্থানে স্থানে অত্যন্ত চুলকায়, উদ্ভেদ বাহির হয়, ঠান্ডা বাতাসে এবং শরীরের কাপড় খুললেই চুলকানির বৃদ্ধি।

ক্রম, ক্রিয়া নাশক, পরবর্তী ঔষধ চিকিৎসক বিবেচ্য।

তথ্যসূত্র- [azadqn@gmail.com].

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন