Sarsaparilla.
Homeopathic Medicine.
Renal colic.
Urinary Disorders.
অপর নাম স্কাইল্যাক্স অফিসিনেলিস।
শিশুর গায়ের চামড়া বৃদ্ধের ন্যায় ভাঁজ পড়ে, ঘাড়ের দিকে শুকিয়ে যায়। মুত্র ত্যাগের উপক্রমে কাঁদে, চিৎকার করে। মলিন বর্ণের চুল। বংশগত রোগ। লিথিক বা সাইকোটিক ধাতু বিশিষ্ট ব্যক্তিদের জন্য সার্শাপেরিলা উপযোগী।
মুত্র যন্ত্রের উপর সার্শাপেরিলার প্রধান ক্রিয়া।
রোগী সর্বদাই যন্ত্রণার জন্য বিমর্ষ থাকে। রেত:পাতের সময় প্রস্রাব করার পর রোগীর চিত্ত মনে অত্যন্ত চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ডাঃ ন্যাস বলেছেন প্রস্রাবের পর ভয়ানক জ্বালা ও ব্লাডারের টেনিসমস এই দুই লক্ষণ সার্শাপেরিলা ব্যতীত অন্য কোন ঔষধে এত অধিক নহে।
ডাঃ হিউজেস বলেছেন সার্শাপেরিলারউচ্চ শক্তি অধিক কার্যকরী।
ডাঃ ক্যান্ট লিখেছেন, সার্শাপেরিলায় পুরুষের মুত্রনালীর মধ্যে ঝাঁকি উঠার ন্যায় অনুভব, স্ত্রী লোক যতবারই প্রস্রাব করেন ততবারই কলকল শব্দে প্রস্রাব নালী পথে বায়ু নির্গত হয়।
প্রস্রাব শেষে জ্বালা অত্যন্ত, ঘনঘন বেগ অল্প অল্প প্রস্রাব, ফোঁটা ফোঁটা ,আঁশ আঁশ তলানি পড়ে।ডান কিডনি যে ব্যথা নীচের দিকে নামে এবং বামদিকে যায়। ডান থেকে বামে।
সার্শাপেরিলা কিডনির পাথর বাহির করে দেয়।
এখানে দেখুন- bit.ly/2YyNZYL
সামান্য উত্তেজনাতেই যেত:পাতা, রক্ত মিশ্রিত যেত:। জননেন্দ্রিয় স্থান থেকে দূর্গন্ধ বাহির হয়।
ক্ষৃতুস্রাব হওয়ার আগে রোগীনির পুনঃপুনঃ প্রস্রাবের বেগ হয়,স্রাব ঝাঁজালো। ক্ষৃতুস্রাব আরম্ভ হলে কপালে ব্রণ বের হয়।
শরীরের স্থানে স্থানে বিশেষত জননেন্দ্রিয়ের চামড়ার উপর লাল বর্ণের উদ্ভেদ,চুলকায়,পুঁয বের হয়,পুয যেখানে লাগে জ্বালা করে,🌃 রাতে দুইবার সময় বেশি।
চর্ম রোগ গ্রীস্ম ও বসন্ত কালে বেশি।
মাথার পেছন দিক থেকে ব্যথা শুরু হয়, 👃 নাক ফুলে উঠে সেই সাথে ব্যথা চোখের ভিতর অবস্থান করে।
মাথার চামড়ায় ব্যথা,মাথায় খুশকি ও চুল উঠে।
হ্রাস- বিশ্রামে,দাঁড়ালে, ঠান্ডা খাদ্য ও ঠান্ডা হাওয়ায়।
ক্রম, ক্রিয়া নাশক, পরবর্তী ঔষধ চিকিৎসক বিবেচ্য।
তথ্যসূত্র- [azadqn@gmail.com].
প্রস্রাব শেষে জ্বালা অত্যন্ত, ঘনঘন বেগ অল্প অল্প প্রস্রাব, ফোঁটা ফোঁটা ,আঁশ আঁশ তলানি পড়ে।ডান কিডনি যে ব্যথা নীচের দিকে নামে এবং বামদিকে যায়। ডান থেকে বামে।
সার্শাপেরিলা কিডনির পাথর বাহির করে দেয়।
এখানে দেখুন- bit.ly/2YyNZYL
সামান্য উত্তেজনাতেই যেত:পাতা, রক্ত মিশ্রিত যেত:। জননেন্দ্রিয় স্থান থেকে দূর্গন্ধ বাহির হয়।
ক্ষৃতুস্রাব হওয়ার আগে রোগীনির পুনঃপুনঃ প্রস্রাবের বেগ হয়,স্রাব ঝাঁজালো। ক্ষৃতুস্রাব আরম্ভ হলে কপালে ব্রণ বের হয়।
শরীরের স্থানে স্থানে বিশেষত জননেন্দ্রিয়ের চামড়ার উপর লাল বর্ণের উদ্ভেদ,চুলকায়,পুঁয বের হয়,পুয যেখানে লাগে জ্বালা করে,🌃 রাতে দুইবার সময় বেশি।
চর্ম রোগ গ্রীস্ম ও বসন্ত কালে বেশি।
মাথার পেছন দিক থেকে ব্যথা শুরু হয়, 👃 নাক ফুলে উঠে সেই সাথে ব্যথা চোখের ভিতর অবস্থান করে।
মাথার চামড়ায় ব্যথা,মাথায় খুশকি ও চুল উঠে।
হ্রাস- বিশ্রামে,দাঁড়ালে, ঠান্ডা খাদ্য ও ঠান্ডা হাওয়ায়।
ক্রম, ক্রিয়া নাশক, পরবর্তী ঔষধ চিকিৎসক বিবেচ্য।
তথ্যসূত্র- [azadqn@gmail.com].
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন