ভাত আমাদের প্রধান খাদ্য মোটা চাউল বা চিকন চাউল প্রত্যহ প্রতিদিন শারীরিক প্রয়োজনে খেতে হয়। দিনাজপুর চালের জন্য বিখ্যাত। মাছ সুস্বাদু,আম মিষ্টি, লিচু আকর্ষণীয়।
দিনাজপুর সদর,
বিরল,
কাহারোল,
ঘোড়াঘাট,
খানসামা,
পার্বতীপুর,
হাকিমপুর,
বিরামপুর,
চিরিরবন্দর,
ফুলবাড়ী,
বোচাগঞ্জ,
বীরগঞ্জ
ও
নবাবগঞ্জ।
দিনাজপুর জেলার উত্তরে বাংলাদেশের ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলা।
দক্ষিণে-জয়পুর হাট ও ভারত।
পূর্ব-রংপুর ও নীলফামারী।
পশ্চিমে-ভারতের পশ্চিম বঙ্গ।
দিনাজপুর জেলা শহরের পার্শ্বে পূনর্ভবা নদীর পানি স্বচ্ছ ও টলটলে নদীতে সাঁকো তৈরির আগে নৌকা চলতো এখনো চলে তবে বর্ষায় শুস্ক মৌসুমে পা'য়ে হেঁটেই যাওয়া যায় কাঞ্চন ঘাট ও বিরল উপজেলা।
অন্য পার্শ্বে পানি/নদী যেখানে শহর সেখানে গাবুরা নদী একই অবস্থা একটু আগে মাতাসাগর দীঘি রাজবাড়ীর পাশে।
অন্য নদী গুলোর মধ্যে আছে বিখ্যাত করতোয়া, আত্রাই, যমুনা,টাঙ্গন, ইত্যাদি।
বড় বড় পুকুর/দিঘি অনেক আছে দিনাজপুর জেলায়।
তথ্যসূত্র[azadqn@gmail.com]
to be conti-