RH

১৬ মার্চ ২০১৯

তেঁতুলিয়া - বাংলাবান্ধা স্থলবন্দর।



ডাক্তার বাবু বললেন কিছু না ব্যবস্থা পত্রে লিখে দিলাম তিন মাস হাওয়া বদল শিলিগুড়ি দার্জিলিং থেকে ঘুরে আসুন সব ঠিক হয়ে যাবে,হয় একদম সত্যি কথা বিশ্বাস না হয় তিন মাস না সাত-পনের দিনের একটা ভ্রমণ আয়োজন করুন বুঝতে পারবেন। বোতলে করে চীন দেশের হাওয়া বিদেশ যাচ্ছে বিদেশিরা তা উচ্চ মূল্যে ডলারে কিনছে এ নতুন ব্যবসা না অনেক পুরনো।

এখানে দেখুন- bit.ly/2Mtqgmv



এখানে দেখুন- bit.ly/2GChZIU
তেঁতুলিয়া অনেক পুরনো শহর অনেক জ্ঞানী-গুণীর কদম এ শহরে পড়েছে।
একটু তুলে দেই-
(*সেই তেঁতুলিয়া
বাংলাদেশের মানচিত্রের মাথায় পাখির ঠোঁটের মতো জায়গাটির নাম তেঁতুলিয়া। মিছিলের জঙ্গি শ্লোগানে, তেজস্বী বক্তার বক্তৃতায়'তেতুলিয়া থেকে টেকনাফ' কথাটি কতোবার কতোভাবে যে শুনেছি, তার ইয়ত্তা নেই। বাংলাদেশের সর্বউত্তরে তেঁতুলিয়া আর সর্ব দক্ষিণে টেকনাফ। আমাদের বর্তমান অবস্থান সেই ঐতিহাসিক তেঁতুলিয়াতেই।
তেঁতুলিয়া থানা বর্তমানে নানা কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় পরিণত হয়েছে। এটি বর্তমানে মুক্তাঞ্চল। বাংলাদেশের মোট ৪টি মুক্তাঞ্চল থানার মধ্যে এটি অন্যতম। এর রয়েছে নুড়ি বিছানো প্রশস্ত সড়কময় চমৎকার যোগাযোগ ব্যবস্থা। বাংলাবান্ধা সীমান্ত পার হলেই আসাম বেঙ্গল হাইওয়ে। সেখান থেকে শিলিগুড়ি শহরের দুরত্ব মাত্র ৫/৭ মাইলের মধ্যে।
মুক্তাঞ্চল তেঁতুলিয়া যুদ্ধের প্রথম থেকেই স্বাধীন রয়ে গেছে। ঘরে ঘরে স্বাধীন বাংলার যে পতাকা তোলা হয়েছিল ২৫ মার্চের পর তা আর নামাতে হয় নি। ...
... স্বাধীন বাংলাদেশের মডেল হয়ে দাঁড়িয়েছে বর্তমান তেঁতুলিয়া থানা। বিদেশীরা এখানে পা রাখছেন অহরহ, স্বাধীন বাংলাদেশের অবস্থা সরেজমিনে দেখতে। দেশি-বিদেশি সাংবাদিকদের ভিড় লেগে রয়েছে দিন-রাত। আসছেন বিবিসি, ভয়েস অব আমেরিকা আর আকাশবাণী সহ পৃথিবীর বিভিন্ন দেশের প্রচার মাধ্যমের লোকজন। তারা ইন্টারভিউ নিচ্ছেন মুক্তিযোদ্ধাদের,উদ্বাস্তূ শরনার্থীদের, মুক্তাঞ্চলের মানুষজনের। স্বাধীন বাংলা সরকারের প্রতিনিধিরা তাদের সঙ্গে নিয়ে আসছেন বিদেশি ডেলিগেটদের, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের। আসছেন পদস্থ সামরিক ও বেসামরিক লোকজন। অবহেলিত এই জনপদ তেঁতুলিয়া তাই হঠাৎ করে স্বাধীন বাংলার প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে যেন কুলীন হয়ে উঠেছে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে এর ভুমিকা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি গৌরবোজ্জ্বল আর ঐতিহাসিক।
উদ্ধৃতি-গেরিলা থেকে সম্মুখ যুদ্ধে,দ্বিতীয় খণ্ড- মাহবুব আলম*)
তথ্যসূত্র[azadqn@gmail.com]
To be continu...

1 টি মন্তব্য: