'পঞ্চগড় জেলা'
যখন কোন অপরিচিত মানুষ আমাকে জিজ্ঞেস করে ফোনে বা সামনাসামনি আলাপচারিতায় আপনার বাড়ি কোথায়,বলি ম্যাপ বা মানচিত্র জমির বা ভৌগলিক চেনেন,যদি বলে চিনি, বলি ধন্যবাদ,ম্যাপের উত্তর উপরে বাংলাদেশের ম্যাপের যে জেলাটি সেটি পঞ্চগড়।
পাঁচ টি গড় নিয়ে পঞ্চগড়।
রাজনগড়।
মিরগড়।
হোসেনগড়।
ভিতর গড়।
দেবনগড়।
ছোট বড় আরও অনেক গড় আছে পঞ্চগড়ে। গড় বলতে উঁচু স্থান মাটির ঢিবি বা ইট সুড়কির। রেল স্টেশনে নয়নি বুরুজ আর তেঁতুলিয়া মহানন্দা নদীর তীরে দাঁড়িয়ে দেখা যায় সর্বোচ্চ হিমালয়-কাঞ্চন জঙ্ঘা।
পাঁচটি গড় নিয়ে পঞ্চগড় আবার পাঁচটি উপজেলা নিয়েও পঞ্চগড়। এই পাঁচটি উপজেলায় আছে পঞ্চগড়ের কিছু দর্শনীয় স্থান কিছু প্রাকৃতিক ও কিছু মানুষের সৃষ্টি।
যোগাযোগ-
সড়ক,রেল ও আকাশ পথে(নৌ-পথ পঞ্চগড়ে খুব কম বর্ষা মৌসুমে অল্প কিছু নৌকা এই অঞ্চলে চলে) পঞ্চগড়ে আসা যায়। বিমানে আসতে হলে সৈয়দপুর/ঠাকুরগাঁও সেখান থেকে পঞ্চগড় বাস টার্মিনালে বা নিজস্ব পরিবহন। হ্যালিপ্যাড আছে পঞ্চগড়ে।
খাওয়ার হোটেল ও আবাসিক ব্যবস্থা-
*দর্শনীয় স্থান সমূহ*
০১ সদর উপজেলা পঞ্চগড়।
মিরগড়:
অবস্থান- পঞ্চগড় বাসটার্মিনাল থেকে পাঁচ কিলোমিটার দূরে সীমান্ত সংলগ্ন।
পরিবহন যোগাযোগ- রিক্সা,রিক্সাভ্যান, ব্যাটারি চালিত গাড়ি ও অন্যান্য।
মিরগড়ের ইতিহাসে জানা যায় অতি উঁচু ও সম্ভান্ত পরিবারের মির মহোদয়ের পুত্রের শারীরিক অসুস্থতার কারণে মির সাহেব
করতোয়া নদীর তীরে একটি কেল্লা তৈরি করে দেন সেটিই পরবর্তীতে মির সাহেবের কেল্লা/মিরগড় নামে পরিচিত হয়-জনশ্রুতি। বাস্তবে আমি মিরগড়ের ধ্বংসাবশেষের কিছু অংশ দেখেছি যা পরবর্তীতে করতোয়া নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
বর্তমানেও মিরগড়ের পরিবেশ বেশ চমৎকার নদীর তীর সুন্দর করে বল্ক দিয়ে বাঁধানো সেই বাঁধানো পাড়ে হাঁটতে হাঁটতে দুর আকাশে তাকালে মাটিফুরে উঁচু দাঁড়িয়ে থাকা হিমালয়ের কিছু অংশ দেখতে দেখতে হিমেল হাওয়ায় শরীর মন চাঙ্গা হয়ে ওঠে।
রকস্ মিউজিয়াম:
অবস্থান-পঞ্চগড় বাসটার্মিনাল থেকে দুই কিলোমিটার দূরে রাজনগর হাট সংলগ্ন, সরকারি মহিলা কলেজ পঞ্চগড়।
পরিবহন যোগাযোগ- রিক্সা, রিক্সা ভ্যান,ব্যাটারি চালিত গাড়ি ও অন্যান্য।
হিমালয় বিনোদন পার্ক:
অবস্থান- পঞ্চগড় বাসটার্মিনাল থেকে তিন কিলোমিটার দূরে তালমা নদীর তীরে।
পরিবহন যোগাযোগ-রিক্সা,রিক্সা ভ্যান, ব্যাটারি চালিত গাড়ি ও অন্যান্য।
হিমালয় বিনোদন ও ফান পার্ক পারিবারিক বনভোজন, স্কুল, কলেজের বার্ষিক বনভোজন, অফিস বা ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাবসায়ীক আলোচনার জন্য ভালো জায়গা।
এখানে বাচ্চাদের জন্য আছে নাগরদোলা,আভ্যন্তরীণ ভ্রমনের জন্য রেলগাড়ি, নদীতে নৌকা। ফুল বাগান ও আরো অনেকে কিছু।
রাবার ড্যাম:
অবস্থান- হিমালয় বিনোদন পার্ক সংলগ্ন।
রাবার ড্যাম একটি সেচ প্রকল্প। পঞ্চগড় সরকারি ট্যাকনিক্যাল কলেজ সংলগ্ন তালমা নদীতে রাবারের বাঁধ দিয়ে শুস্ক মৌসুমে পানি ধরে রেখে কৃষি জমিতে সেচের ব্যবস্থা করা হয়। যখন পানি ধরে রাখা হয় তখন খুব সুন্দর লাগে দেখতে সে অঞ্চলের পরিবেশ ও আশপাশ।
রাবার ড্যাম মৎস্য চাষের ভালো জায়গা।
চা বাগান:
পঞ্চগড় সদর উপজেলায় অনেক চা বাগান আছে এগুলোর পরিবেশ খুব সুন্দর মনছুয়ে যায় থাকতে ইচ্ছে করে কিছু দিন। কিছু বাগানে থাকার ব্যবস্থা আছে।
আটোয়ারী উপজেলা:
মির্জাপুর শাহী মসজিদ।
বোদা উপজেলা:
দেবীগঞ্জ উপজেলা:
তেঁতুলিয়া উপজেলা:
পঞ্চগড়ের দর্শনীয় জায়গা সমুহ দেখার জন্য পঞ্চগড়ের স্থানীয় মানুষের সহযোগিতা প্রয়োজন।
তথ্যসূত্র-[azadqn@gmail.com]
To be conti..
উত্তরমুছুন