RH
২২ এপ্রিল ২০১৯
ব্যবসা-বাণিজ্য ও আপনার মুনাফা।
বিনিময়-বদল, বদলে দ্রব্য গ্রহণ।
আপনার কাছে জমি থেকে চাষ করে উৎপাদিত ধান আছে আপনার প্রয়োজনের অতিরিক্ত কিন্তু আপনার এখন খাদ্যদ্রব্য গমের প্রয়োজন দেখা দিল এবং আপনি খোঁজা শুরু করলেন কোথায়/কারকাছে গম আছে। খুঁজতে খুঁজতে আপনি সে রকম এক জনকে পেলেন এবং দ্রব্য বিনিময় করলেন এবং আপনার প্রয়োজন মিটলো।
বিনিময়/বিনিময় প্রথা ব্যবসা-বানিজ্যের পূর্বরুপ।
দুই বন্ধু হাঁটতেছেন হাঁটতে হাঁটতে আপনার বন্ধু আপনাকে বললো আমার একটা টি-শার্ট দরকার বন্ধুর চাহিদা শুনে আপনি তাকে যে জায়গায় কাপড় বিক্রি হয় সেখানে নিয়ে গেলেন এবং সুন্দর একটা টি-শার্ট কিনে দিলেন। আপনার বন্ধু সেই টি-শার্ট পরে হাটে আর আপনার প্রচার বাড়ে। বন্ধু টি-শার্ট পরে হাটে অন্য পরিচিত জনেরা তা দেখে বলে বাহ্ সুন্দরতো কোথা থেকে কিনেছেন কে কিনে দিয়েছে।
দুই এক জন আপনার কাছে আসলো আপনি তাদেরকে নিয়ে গেলেন সেই জায়গায় এবং এই ভাবে আস্তে আস্তে আপনার পরিচিত জনদের চাহিদা বাড়তে থাকলো এখন আপনি কি করবেন?
ব্যবসায়ী-যিনি ব্যবসা করেন।
ব্যবসা-জীবিকা, পেশা।
বাণিজ্য-পণ্য দ্রব্যাদি ক্রয়-বিক্রয়।বিদেশের সঙ্গে কারবার।
মুনাফা- ক্রয়-বিক্রয়ের লাভ।
আপনার পণ্য সম্বন্ধে জ্ঞান ও সুনাম কে পুঁজি হিসেবে ধরে নিয়ে আপনি সংশ্লিষ্ট দোকান-প্রতিষ্ঠানের সাথে সুসম্পর্ক বজায় রেখে কমিশন এজেন্ট হিসেবে আপনার নিজের প্রতিষ্ঠান বিহীন ব্যবসা চালিয়ে যেতে পারেন।
অথবা,
নিজে একটি টি-শার্ট এর ব্যবসা প্রতিষ্ঠান খুলতে পারেন ক্রেতার চাহিদা অনুযায়ী বাণিজ্যিক স্থানে।
পেশা হিসেবে কৃষি ভালো তারপর ব্যবসা। ব্যবসা শুরু করে সৎ ও নিষ্ঠার সাথে পালন করলে আস্তে আস্তে তা বৈদেশিক বাণিজ্যে রুপলাভ করে।
বৈদেশিক বাণিজ্যে স্থলবন্দর হিসেবে বাংলাবান্ধা একটি অতিপরিচিত নাম। বাংলাবান্ধায় ইমিগ্রেশন প্রক্রিয়াসহ বহু পন্য ইন্ডিয়া, নেপাল, ভুটান ও পৃথিবীর অন্যান্য দেশে বানিজ্যিক সুবিধা রয়েছে।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন