'ভালো জাতের ছাগল হলে চাষীর সংসার আপনি চলে'
আমার ছাগল ছিল সাদা-কালো রঙের। বাচ্চা দেওয়ার সময় হলে বাচ্চা দিতো দুই-চারটা। বাড়িতে আলাদা ভাবে তার জন্য ঘর ছিল।
আমাদের পরিচিত এক বোবা ব্যাক্তির কাছ থেকে তা কিনে নেওয়া হয় গাব আছে বলেছিল বিক্রেতা এবং বলে ছিল খুব ভালো ছাগল। কেনার পর বুঝা গেল বিক্রেতা ছাগল টিকে নিজেদের শোয়ার ঘরে রাখতো। রাতে ঘরে ঢোকার আগে প্রস্রাব করে নিত বাইরে এসে দরজা বন্ধ থাকলে ভ্যা ভ্যা করতো। কিছু দিন পর তা আমাদের বাড়ির পরিবেশে অভ্যস্ত হয়ে গেল। ছোট্ট বোনেরা তার একটি নাম রাখলো। নাম ধরে ডাকলেই কাছে চলে আসতো।
ছাগল মাঠে বেঁধে রাখা হয় ঘাস খাওয়ার জন্য। দড়ির সাথে বাঁশের খুঁটি/খুট দিয়ে। বেঁধে রাখলে মাঝে মাঝেই খেয়াল রাখতে হয় রোদ-বৃষ্টি ও বেঁধে রাখা বৃত্তের ঘাস খাস খাওয়া শেষ হলে পানির চাহিদা মেটানোর জন্য।
অনেকেই ছাগল বেঁধে রাখার দড়িকে সম্মানকরেন ও তা স্ব-যত্নে
রাখেন।
আমার ছাগল সবসময় ছাড়া থাকতো আসে পাশের ঘাস ও গাছের পাতা খেয়ে থাকতো। বাড়িতে এসে ভাতের মাড় ও পানি খেত। এভাবে চলতে চলতে কিছু দিন পর সুন্দর দুইটা বাচ্চা প্রসব করে। একটা মেয়ে ছাগল একটা পুরুষ ছাগল। মেয়ে ছাগী সাদা-কালো ও পুরুষ ছাগল কালোর সাথে সাদা মেশানো। খুব সুন্দর।
ছাগলের বাচ্চা দুটির নাম রাখা হলো। বাড়িতেই থাকতো আমাদের আশেপাশে ঘুরঘুর করতে করতে বড়ো হতে লাগলো। লাফালাফি করতো সকালের নাস্তায় আমাদের সাথে মুড়ি খেতো।
বাড়ির পাশে পন্চগড়-দিনাজপুর মহা সড়ক। একদিন বিকেল বেলা সাদা-কালো ছাগলটি সড়কে গাড়ির নীচে চাপা পড়ে নিহত হলো।
কিছুদিন পর কালোর সাথে সাদা ছাগলটি অনেক কষ্ট নিয়ে হাটে বিক্রি করা হলো।
তারপর চলছিল দিনকাল এভাবেই। আমি একদিন দুপুর বেলা দাড়িয়ে আছি বাসার সামনে। কিছুক্ষণ পর দক্ষিণেে তাকিয়ে দেখি হেলেদুলে ভ্যা ভ্যা চিৎকার করতে করতে বোবার ছাগল বাসার দিকে এগিয়ে আসছে। বললাম কিরে কি হয়েছে ভ্যা ভ্যা করতে করতে বাড়িতে আসে,আমিও সাথে আসি। গাব ছিল।
আচরণে ববার ছাগল কথা বলে ও আচরণে মানুষকে পাগল বলে।
বাসায় এসে ছাগল মাটিতে নুয়ে পড়ে ও মরে। রাস্তার পাশে বাড়ি বাড়ির সামনে ছাগলের এ অবস্থা দেখে একজন বলে বাজী(ভাতিজা) ছাগলটা আমাকে দাও চামড়াটা নিব। বললাম ঠিক আছে তবে মাটিতে পুতে দিতে হবে এবং দেখতে হবে কি হলো ছাগলটার।
ঘন্টা দুই পরে এসে বলে বাজী পেটে একটা কালো দাগ ছিল মাঝ বরাবর অনেকটা, লাঠি দিয়ে কেহ মেরেছে এবং পেটে চারটি ছাগলের বাচ্চা ছিল।
Link- YouTube.com
https://youtu.be/CJGw6wtIfQE
https://youtu.be/CJGw6wtIfQE
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন