পঞ্চগড় বাংলাদেশের সর্ব উত্তরের একটি জেলা। এ জেলায় শীতের প্রাধান্য বেশি এবং এখানে বার্ষিক বৃষ্টিপাতও ভালো। হিমালয় পাদদেশে পঞ্চগড় কৃষি নির্ভরশীল অঞ্চল। পঞ্চগড় চিনিকল কৃষি পণ্যে আখ ও চা শিল্পে চা পাতার বড় বড় কয়েকটি চা কারখানা এখানে গড়ে উঠেছে, দেশের টমেটো চাহিদা বর্তমানে পঞ্চগড় নির্ভরশীল, মুরগি ফার্মের ভুট্টা প্রতিদিন ট্রাকে ট্রাকে সরবরাহ করা হচ্ছে।
আবহাওয়া জনিত কারণে প্রাকৃতিক বৈশিষ্ট্যে গৃহপালিত মহিষ,গরু,ছাগল,ভেড়ার খাদ্যের অভাব এখানে পরিলক্ষিত হয় না। স্বাভাবিক খাদ্যে গৃহপালিত প্রাণীর স্বাস্থ্যের সৌন্দর্য চোখে পড়ে।
কোরবানির ঈদে কোরবানীর জন্য মহিষ,গরু, ছাগল, ভেড়া পঞ্চগড় থেকে ঈদের কিছু দিন আগেই দেশের বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেওয়া হয় এবং ব্যবসায়ীগণ তা হাটে বিক্রি করেন এবং ক্রেতা তা কোরবানি করেন।
পঞ্চগড়ের মহিষ,গরু, ভেড়া, ছাগল ক্রয়ের হাট এসব হাটে সপ্তাহের নিদৃষ্ট দিনে হাট বসে তবে ঈদের জন্য বিশেষ ব্যবস্থাও রয়েছে।
তেঁতুলিয়া, ভজনপুর,শালবাহান হাট।পঞ্চগড়ের মহিষ,গরু, ভেড়া, ছাগল ক্রয়ের হাট এসব হাটে সপ্তাহের নিদৃষ্ট দিনে হাট বসে তবে ঈদের জন্য বিশেষ ব্যবস্থাও রয়েছে।
পঞ্চগড়- রাজনগর হাট, জগদল হাট।
আটোয়ারী- ফকিরগন্জ হাট।
বোদা- বোদা বাজার,মাড়েয়া হাট।