নদী-নোদি-পাহাড়,হ্রদ প্রভৃতি থেকে উৎপন্ন ও নানা জন পদের জল স্রোত। চার ক্রোশের অধিক বাহিত জল নালি।
বৃষ্টি- মেঘ থেকে পানি পড়া,বর্ষণ।
স্রোত- নদীর পানির,জলের প্রবাহ।বৃষ্টি- মেঘ থেকে পানি পড়া,বর্ষণ।
নদী গর্ভ- নদীর দুই তীরের মধ্যস্থ স্থান।
নদী বক্ষ- নদীর পানির অংশের উপরিভাগ।
নদী মুখ- যে স্থানে নদী সাগরে মিলিত হয়,মোহনা, সাগর থেকে নদীতে প্রবেশ পথ।
সৈকত- নদীর চর বা বালুকাময় তীর।
শিশির- হীম, তুষার।
বরফ- জমাট বাঁধা হিমশীতল পানির অবস্থা বা খন্ড।
উপনদী- যে নদী সতন্ত্র ভাবে উৎপন্ন হয়ে বৃহত্তর নদীতে পতিত হয়।
শাখা নদী- প্রধান বস্তু বা বিষয় থেকে উৎপন্ন ক্ষুদ্রতর বিষয় বা বস্তূ। বড় নদী থেকে উৎপন্ন ছোট নদী।
পর্বত- হিমালয় পর্বত, পাহাড়।
Link YouTube.
https://youtu.be/fodtXCGUHT4
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন