আল্লাহ কে ভয় করলে দুনিয়াতে সবচেয়ে বড় আলেম হওয়া যায়।
চরিত্রকে সুন্দর করলে ঈমান পরিপূর্ণ হয়।
অল্পে সন্তুষ্ট থাকলে সবচেয়ে বড় ব্যক্তি হওয়া যায় ওকারো মুখাপেক্ষী হয় না।
নিজের জন্য যা মানুষের জন্যও তাই পছন্দ করলে সুবিচারক হওয়া যায়।
মানুষের জন্য উপকারী হলে ও মানুষের উপকার করলে পৃথিবীতে সবচেয়ে ভালো মানুষ হওয়া যায়।
নিজের প্রতি দয়া এবং আল্লাহর বান্দার প্রতি দয়া করলে আল্লাহ কিয়ামতের দিন দয়া করবেন।
আল্লাহ পাকের দরবারে অধিক পরিমাণে ক্ষমা প্রার্থনা করলে গুণা কম হয়।
নিজস্ব ব্যাপারে অন্য মানুষের নিকট অভিযোগ না করলে সর্বাধিক সম্মানিত ব্যক্তি হিসাবে বিবেচিত হওয়া যায়।
আল্লাহ তাআলার প্রতি পূর্ণ ভরসা রাখলে সবচেয়ে শক্তিশালী ব্যক্তি হওয়া যায়।
সর্বদা পবিত্র অবস্থায় থাকলে আল্লাহ তাআলা রিজিক বৃদ্ধি করেন।
আল্লাহ ও তাঁর রাসূল যা পছন্দ করেন তা নিজে পছন্দ করলে আল্লাহ ও রসূলের প্রিয়জনের অর্ন্তভুক্ত হওয়া যায়।
হারাম খাদ্য থেকে বিরত থাকলে আল্লাহ পাকের দরবারে প্রার্থনা কবুল হয়।
চোখের পানি,বিনয় ও রোগ গুনাহ থেকে রক্ষা করে।
বিনম্র ব্যবহার, বিনয় এবং বিপদে সবর আল্লাহ তাআলার নিকট সর্বশ্রেষ্ঠ আমল।
সাদকাহ,দান যা গোপনে প্রদত্ত,আপন জনদের সাথে সদ্ব্যবহার ও তাদের উপকার দুনিয়া ও আখেরাতে আল্লাহর রাগকে প্রশমিত করে।
দুনিয়াতে বালা-মুসিবতের উপর সবর কিয়ামতের দিন দোজখের আগুন নিভিয়ে দেয়।
তথ্যসূত্র- [azadqn@gmail.com]
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন